মোরবি নিয়ে চার্জশিট

১৬ জানুয়ারি আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন জয়সুখ। যদিও জামিনের সেই আবেদন ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে।

Must read

গুজরাতে মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণকারী সংস্থার প্রধান জয়সুখ প্যাটেলের। ওরেভা গোষ্ঠীর কর্ণধার জয়সুখ ঘটনার পর থেকেই পলাতক। গত সপ্তাহেই তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মোরবির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন-সিন্ধু জলচুক্তি সংশোধনে পাকিস্তানকে নোটিশ ভারতের

১৬ জানুয়ারি আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন জয়সুখ। যদিও জামিনের সেই আবেদন ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। ১২৬২ পাতার চার্জশিটে জয়সুখকেই মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে পুলিশ। চার্জশিটে তাঁকে পলাতক হিসেবেই উল্লেখ করা হয়েছে। পুলিশ আধিকারিক অশোক যাদব জানিয়েছেন, ওরেভা গোষ্ঠীর কর্ণধার বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তবে এভাবে বেশি দিন চলবে না। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।

Latest article