৩ ফেব্রুয়ারি শুনানি

ওই আবেদনের শুনানিতে শুক্রবার দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, তিন ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে।

Must read

দিল্লির মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে আদালতে গিয়েছে আম আদমি পার্টি। শুক্রবার ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি তাঁরা এই মামলাটির শুনানি গ্রহণ করবেন। প্রায় দেড়মাস আগে দিল্লিতে পুরভোট হয়ে গেলেও এখনও মেয়র নির্বাচন হয়নি।

আরও পড়ুন-মোরবি নিয়ে চার্জশিট

পরপর দু’বার ভণ্ডুল হয়ে গিয়েছে মেয়র বাছাইয়ের প্রক্রিয়া। রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনে পরাজিত বিজেপিই মেয়র নির্বাচনকে ভণ্ডুল করে দিচ্ছে। সে কারণেই আপের মেয়র প্রার্থী ডাঃ শেলি ওবেরয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শেলির আইনজীবী জরুরি ভিত্তিতে এই আবেদনের শুনানির দাবি জানান। ওই আবেদনের শুনানিতে শুক্রবার দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, তিন ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২৫০ আসনের দিল্লি পুরসভায় ১৩৪টি আসনে আপ এবং ১০৪টি আসনে বিজেপি জয়ী হয়েছে।

Latest article