সংসদ অভিযানের ঘোষণা কৃষকদের

সংসদের বাজেট অধিবেশন চলাকালীন মোদি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে পদযাত্রা করবে সংযুক্ত কিসান মোর্চা।

Must read

নয়াদিল্লি : সংসদের বাজেট অধিবেশন চলাকালীন মোদি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে পদযাত্রা করবে সংযুক্ত কিসান মোর্চা। আগামী ৯ ফেব্রুয়ারি হরিয়ানার কুরুক্ষেত্রে কৃষকদের বৈঠকে সংসদ অভিযানের দিন নির্দিষ্ট হবে। কৃষক নেতাদের অভিযোগ, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সময় কেন্দ্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পূরণ করেনি।

আরও পড়ুন-৩ ফেব্রুয়ারি শুনানি

এবিষয়ে কৃষক নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রয়োজন মনে করেনি। খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, লখিমপুর খেরি কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণ, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ প্রত্যাহার এবং ঋণ মকুবের দাবিতে ফের সংসদ অভিযানের সিদ্ধান্ত। কৃষক নেতাদের কথায়, টাকা এক বছরের কৃষক ধরনা প্রত্যাহারের সময় নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি মোদি সরকার। ফলে পরবর্তী আন্দোলন তীব্র করা ছাড়া পথ নেই। সংযুক্ত কিসান মোর্চার আরও দাবি, কৃষক আন্দোলন চলাকালীন নথিভুক্ত এফআইআরগুলি বাতিল করতে হবে এবং শস্যবিমা প্রকল্প বাস্তবায়িত করা চাই।

Latest article