মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) পাঁচ শাবকের জন্ম দিল স্ত্রী চিতা গামিনী। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই খবর প্রকাশ্যে আনেন। শাবকগুলির ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন তিনি। ছবিটিতে সদ্যোজাতদের আদর করছে গামিনীকে। স্ত্রী চিতা গামিনীর বয়স এখন পাঁচ। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল এই চিতা বাঘ গামিনীকে। সূত্রের খবর, গামিনীকে গত বছর দক্ষিণ আফ্রিকার তোয়ালু কালাহারি রিজার্ভ থেকে ভারতে আনা হয়।
আরও পড়ুন-‘কলকাতায় ভালোবাসা পেয়েছি’ প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন ইউসুফের
কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র সিং এদিন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘হাই ফাইভ, কুনো! দক্ষিণ আফ্রিকা থেকে আনা পাঁচ বছরের গামিনী জন্ম দিয়েছে পাঁচ শাবকের। এনিয়ে ভারতে জন্ম নেওয়া চিতার শাবকের সংখ্য়া বেড়ে হল ১৩।’ শুধু তাই নয় এদিন তিনি বন কর্মকর্তা, পশু চিকিৎসক, কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। কুনো জাতীয় উদ্যানে শাবক সহ চিতাবাঘের মোট সংখ্য়া এখন ২৬।
আরও পড়ুন-ভোররাতে ভেঙে ফেলা হয় জুনাগড়ের দরগা
প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় কুনোর জাতীয় উদ্যানে। ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা দ্বিতীয় দফায় আনা হয়েছিল। কুনো ন্যাশনাল পার্কে চিতার সংখ্যা ২৬। ২৬টি চিতার মধ্যে ১৩টি শাবক ও ১৩টি প্রাপ্তবয়স্ক চিতা। ২০২২ সালে কুনো পার্কে তাদের আনার পর গত একবছরে ১০টি চিতার মৃত্যু হয়। তবে ক্রমশ তারা ভারতের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে।