দিল্লির মহিলাদের কাছে আর্জি আপের, মোদি-বয়কটের ডাক কেজরির

এক কথায়, গেরুয়া শিবির সম্পর্কে মহিলাদের সতর্ক থাকতে বললেন তিনি। কিন্তু বিজেপি বিষয়টাকে বিকৃত করার চেষ্টায় নেমেছে।

Must read

প্রতিবেদন : ফরমান নয়, অনুরোধ। কিছুটা রসিকতার সুরেই বিজেপির বিপজ্জনক দিকটা দেখিয়ে দিয়ে সতর্ক করে দেওয়ার প্রয়াস। মহিলাদের প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আর্জি, স্বামীরা মোদির নামে জয়ধ্বনি দিলে রাতের খাবার দেবেন না তাঁদের। দিল্লির টাউনহলে ‍‘মহিলা সম্মান সমারোহ’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এর থেকে একটা বিষয় স্পষ্ট, প্রতীকী অর্থে মন্তব্যটি করে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য মহিলাদের পরামর্শ দিয়েছেন আপ সুপ্রিমো।

আরও পড়ুন-কুনোয় এল নতুন অতিথি, ৫ শাবকের জন্ম দিল গামিনী

এক কথায়, গেরুয়া শিবির সম্পর্কে মহিলাদের সতর্ক থাকতে বললেন তিনি। কিন্তু বিজেপি বিষয়টাকে বিকৃত করার চেষ্টায় নেমেছে। রাজনৈতিক ফায়দা লুটতে এর অপব্যাখ্যাও করছে। মহিলাদের অনুষ্ঠানে নির্বাচনী প্রচারও সেরে নেন আপ সুপ্রিমো। নিজের সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে দিল্লির মহিলাদের জন্যও সমাজকল্যাণ প্রকল্পের সাফল্য তুলে ধরেন তিনি। বুঝিয়ে দেন, এবারের লোকসভা নির্বাচনে আরও বেশি মহিলা ভোটের লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। এই প্রসঙ্গেই তাঁর আর্জি, আপনারা আমাকে সমর্থন করার শপথ নিন। বলুন, ভোট দেব আপকেই। বয়কট করব বিজেপিকে। নিজেকে মহিলা ভোটারদের ভাই বলে অভিহিত করে তাঁর প্রশ্ন, বিজেপি কী করেছে আপনাদের জন্য? কেন ভোট দেবেন ওদের? বিজেপিকে বয়কটের পক্ষে সওয়াল করে কেজরিওয়ালের পরামর্শ, স্বামীরা যদি মোদির প্রশংসা করেন, জয়ধ্বনি দেন, তবে রাতে খেতে দেবেন না তাঁদের। কিছুটা রসিকতার ঢঙে এই মন্তব্য করলেও, কেজরিওয়ালের কথা থেকে স্পষ্ট, মহিলা ভোটব্যাঙ্ককে সমৃদ্ধ করাতেই তাঁর অগ্রাধিকার।

Latest article