রেল রুখে দিয়ে কেন্দ্রকে কড়া বার্তা কৃষক আন্দোলনকারীদের

শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর থেকে পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। অশান্তির আশঙ্কায় এদিন আম্বালায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন

Must read

প্রতিবেদন : কৃষক আন্দোলনে অচল হল রেলের চাকা। কেন্দ্রকে কড়া বার্তা দিলেন কৃষিজীবীরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, কৃষিঋণ মকুব এবং স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ বাস্তবায়নের দাবিতে রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ডাক দেওয়া হয়েছিল রেল রোকো আন্দোলনের। মূলত পাঞ্জাব ও হরিয়ানার ৬০টিরও বেশি জায়গায় এদিন রেল অবরোধ হয়।

আরও পড়ুন-দিল্লির মহিলাদের কাছে আর্জি আপের, মোদি-বয়কটের ডাক কেজরির

কিষাণ মজদুর মোর্চার প্রধান সারওয়ান সিং পান্ধে জানান, ফিরোজপুর, গুরুদাসপুর, অমৃতসর, রূপনগর-সহ বিভিন্ন জায়গায় রেল লাইনের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর থেকে পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। অশান্তির আশঙ্কায় এদিন আম্বালায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। মোতায়েন করা হয় সশস্ত্রবাহিনী।

Latest article