লন্ডন ও মাদ্রিদ, ২৩ ফেব্রুয়ারি : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষোলো রাউন্ডের ম্যাচে ফরাসির ক্লাব লিলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল চেলসি। অন্যদিকে, অন্য একটি ম্যাচে জুভেন্টাস ১-১ ড্র করেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের সঙ্গে।
ঘরের মাঠে ৮ মিনিটেই কাই হাভার্টজের করা গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান পুলিসিচ। বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে, এই ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততেই পারত চেলসি। সেক্ষেত্রে লিলের মাঠে ফিরতি লিগের ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারতেন টমাস টুখেলের শিষ্যরা।
আরও পড়ুন-যুবির চিঠির জবাব বিরাটের ‘তোমার কামব্যাক আমাদের প্রেরণা’
এদিকে, ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৩২ সেকেন্ডেই গোল করে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন সদ্য দলে যোগ দেওয়া দুসান ভ্লাহোভিচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়ার পর, জুভের সাত নম্বর জার্সি এখন ভ্লাহোভিচের দখলে। ইতালীয় লিগে আগেই গোলের খাতা খুলেছিলেন এই সার্বিয়ান স্ট্রাইকার। এবার প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেই গোল পেলেন। তবে এগিয়ে গেলেও, জয় শেষ পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে জুভেন্টাসের। খেলার ৬৬ মিনিটে গোল শোধ করে দেন ভিয়ারিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেজো। ম্যাচের বাকি সময় দুটো দলের সামনেই গোল করার সুযোগ এসেছিল। যদিও শেষ পর্যন্ত ১-১ ড্র করেই মাঠ ছাড়ে জুভে ও ভিয়ারিয়াল।