যুবির চিঠির জবাব বিরাটের ‘তোমার কামব্যাক আমাদের প্রেরণা’

বাইশ গজে কোহলির আবির্ভাবের আগেই ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন যুবরাজ। দু’জনের বয়সের ফারাক সাত বছর।

Must read

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি: যুবরাজ সিংয়ের আবেগঘন চিঠি ও উপহার নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি। বিশ্বকাপজয়ী প্রাক্তন অলরাউন্ডার সম্প্রতি বিরাটকে একটি আবেগ ভরা চিঠি লিখেছিলেন। উপহার হিসেবে পাঠিয়েছিলেন একটি সোনার বুট। যুবরাজের চিঠি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার যুবির চিঠির উত্তর দিলেন বিরাট। সদ্য প্রাক্তন ভারত অধিনায়কও হয়ে পড়লেন আবেগতাড়িত।

আরও পড়ুন-আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০, চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন সূর্যকুমার

বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডল ও ইনস্টাগ্রাম পোস্টে কোহলি লেখেন, ‘‘যুবি পা তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন অসাধারণ সৌজন্য দেখানোর জন্য। আমার কেরিয়ারের শুরুর দিন থেকে তুমি প্রতিটি মুহূর্তের সাক্ষী। তোমার জীবন এবং ক্যানসারকে হারিয়ে তোমার প্রত্যাবর্তন শুধু ক্রিকেটেই নয়, সর্বস্তরের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থেকে যাবে।’’
যুবরাজের চিঠির প্রত্যুত্তরে বিরাট আরও লেখেন, ‘‘তুমি বরাবর তোমার চারপাশের মানুষের জন্য উদারতা দেখিয়েছ। তাদের যত্ন নিয়েছ। এখন আমরা দু’জনেই পিতা হয়েছি। জানি এটা কত বড় আশীর্বাদ। নতুন যাত্রাপথে তুমি অনেক সুখে থাকো, ঈশ্বরের আশীবার্দ থাকুক তোমার সঙ্গে, এই কামনাই করি।’’

আরও পড়ুন-দলে ফিরে দারুণ লাগছে: জাদেজা

বাইশ গজে কোহলির আবির্ভাবের আগেই ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন যুবরাজ। দু’জনের বয়সের ফারাক সাত বছর। কিন্তু যত সময় গড়িয়েছে, সিনিয়র-জুনিয়রের সীমানা ভেঙে পরস্পরের বন্ধু হয়ে ওঠেন দু’জন।

Latest article