৪৩৮ জনকে বাংলার বাড়ি প্রকল্পের চেক

পাশাপাশি এনএফবিএস প্রকল্পে ৫৯ জন বিধবা মহিলাকে ৪০ হাজার টাকা করে প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : নাগরিকদের হাতে বাংলার বাড়ি প্রকল্প ও এনএফবিএস প্রকল্পের চেক তুলে দিল কোচবিহার পুরসভা। বৃহস্পতিবার কোচবিহার পুরসভা অফিসের সামনে মঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিনে এই ৪৩৮ জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের ২ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার টাকার চেক ও ন্যশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম (এনএফবিএস) প্রকল্পের ৫৯ জন উপভোক্তার হাতে প্রায় ২৪ লক্ষ টাকার চেক এদিনই তুলে দেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

আরও পড়ুন-মাটির নিচে বিদ্যুতের তার

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দশে মতোই উপভোক্তাদের হাতে বাংলার বাড়ির চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি এনএফবিএস প্রকল্পে ৫৯ জন বিধবা মহিলাকে ৪০ হাজার টাকা করে প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে ছিলেন, জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সদর মহকুমা শাসক সেখ রাকিবুর রহমান, ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং পুরসভার আধিকারিককেরা। চেক হাতে পেয়ে খুশি উপভোক্তারা।

Latest article