বোর্ড বনাম অধিনায়ক বিতর্কে মুখ খুললেন চেতন

সকলেই বিরাটকে অধিনায়ক থাকতে বলেছিল

Must read

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : অবশেষে বিরাট কোহলির যাবতীয় অভিযোগ খণ্ডন করল বিসিসিআই (BCCI)। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নন, ভারত অধিনায়ককে জবাব দিলেন নির্বাচক প্রধান চেতন শর্মা (Chetan Sharma)। তিনি বলেন, বিরাট যাতে নেতৃত্ব না ছাড়েন তার জন্য অনেক বোঝানো হয়েছিল। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের ঠিক আগে ছোট ফরম্যাটের নেতৃত্বের ভার নিজের কাঁধ থেকে সরিয়ে দেন বিরাট।

দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার ঠিক আগে বোমা ফাটিয়েছিলেন বিরাট। তিনি বলেছিলেন, কেউ তাঁকে একদিনের নেতৃত্ব থেকে সরানো হবে, এ কথা বলেননি। এও বলা হয়নি যে, টি-২০-র নেতৃত্ব ছাড়লে একদিনের নেতৃত্বও তাঁকে ছেড়ে দিতে হবে। শুধু টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে নির্বাচক প্রধান তাঁকে একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানান। ‘ওকে ফাইন’ বলে বিরাট তা মেনে নেন।

কিন্তু এরপর তাঁর যাবতীয় অভিযোগে সরাসরি আঙুল ছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে। যিনি আগেই দাবি করেছিলেন যে, টি-২০ নেতৃত্ব থেকে বিরাট যাতে সরে না যান, তার জন্য তাঁকে বোঝানো হয়েছিল। প্রশ্ন উঠেছিল কে ঠিক, ভারত অধিনায়ক না বোর্ড প্রেসিডেন্ট? এতদিন চুপ করে থাকার পর সেঞ্চুরিয়ন জয়ের ঠিক পরের দিন পাল্টা দিলেন চেতন শর্মা (Chetan Sharma)। দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজের দল ঘোষণার পর তিনি বলেন, ‘‘নির্বাচক থেকে শুরু করে বোর্ড কর্তারা, বৈঠকে উপস্থিত সবাই সেদিন বিরাটকে বুঝিয়েছিলেন যে, ও যেন বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করে এবং তারপর টি-২০ দলের নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেয়। সবাই বিরাটকে ভাবতে অনুরোধ করেছিল।’’ বিরাট অবশ্য নিজের অবস্থান থেকে সরে আসেননি।

আরও পড়ুন-নেতা রাহুল, দলে অশ্বিন, চাহাল

এদিকে, দেশ ছাড়ার আগে বিরাট বলে গিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় কখনও সিরিজ জিততে না পারা তাঁদের জন্য মোটিভেশনের কাজ করবে। সেঞ্চুরিয়নে জিতে বিরাট বলছেন, ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে তাঁদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করে আছে। ঠিক কী বলেছেন তিনি? এটাই যে, ‘‘সিরিজে দারুণ জায়গায় রয়েছি আমরা। দেশের বাইরে ১-০ এগিয়ে থাকা ভাল ব্যাপার। এতে পরের টেস্টে প্রতিপক্ষকে চাপে রাখা যাবে। দ্বিতীয় টেস্টে আমাদের জন্য সুবর্ণ সুযোগও রয়েছে। ওয়ান্ডারার্সে আমরা আরও ইতিবাচক মনোভাব ও জয়ের আশা নিয়ে মাঠে নামতে পারব।”

সেঞ্চুরিয়নে জিতে বিসিসিআই টিভিকে বিরাট আরও বলেন, এই জয় তাঁদের দলের উপর ‘অলরাউন্ড সাইড’-এর তকমা লাগিয়ে দিয়েছে। তাঁর কথায়, সেঞ্চুরিয়ন হল দক্ষিণ আফ্রিকায় কঠিনতম ভেনু।

Latest article