নেতা রাহুল, দলে অশ্বিন, চাহাল

একদিনের সিরিজে সহ-অধিনায়ক হলেন বুমরা

Must read

মু্ম্বই, ৩১ ডিসেম্বর : এনসিএ-তে রিহ্যাব করেও ফিট হতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন কে এল রাহুল (K L Rahul)। সহ-অধিনায়ক হলেন জসপ্রীত বুমরা। বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে একসময় গুঞ্জন ছড়ালেও তিনি যথারীতি একদিনের দলে রয়েছেন। তবে ১৮ জনের দলের সবথেকে বড় চমক হল রবিচন্দ্রন অশ্বিনের প্রত্যাবর্তন। একইভাবে একদিনের দলে ফিরেছেন যুজবেন্দ্র চাহালও (Yuzvendra Chahal)। টি-২০ বিশ্বকাপে উপেক্ষিত থাকার পর দলে ফিরে এসেছেন ওপেনার শিখর ধাওয়ানও। টি-২০ দলের পর এবার প্রত্যাশিতভাবেই ভারতীয় ওয়ান ডে দলেও জায়গা করে নিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। দলে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। ওয়ান ডে সিরিজের আগে ফিট হতে পারলেন না রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটালেও। ফলে ফিট হয়ে দলে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। দক্ষিণ আফ্রিকায় ভারত তিনটি একদিনের ম্যাচ খেলবে। কেপটাউনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর একদিনের সিরিজ শুরু হবে।

আরও পড়ুন-কল্পতরু উৎসব এবং শ্রীশ্রীরামকৃষ্ণের বাণী

ভারতীয় ওয়ান ডে দল: কে এল রাহুল (অধিনায়ক) (K L Rahul), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ, ঈশান কিষান, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ।

Latest article