ভিন্নধর্মী ওয়েব সিরিজ

কোথাও সম্পর্কের টানাপোড়েনে আবদ্ধ নারী, জটিলতা, অপরাধ, রহস্যে ঘেরা ভয়ঙ্কর অতীত। চোখে দেখা বাস্তবের আড়ালে লুকানো গভীর অসত্য। আবার কোথাও গর্ভস্থ সন্তানকে বাঁচাতে সমাজ, পরিবারের বিরুদ্ধে এক লড়াকু নারীর জেহাদ। নারীপ্রধান দুই ভিন্নধারার গল্প নিয়ে সম্প্রতি স্ট্রিমিং শুরু হয়েছে দুই ওয়েব সিরিজের। জি ফাইভ অরিজিনালসের ‘ছোটলোক’ এবং আড্ডা টাইমসের ‘নন্দিনী’। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

ছোটলোক
‘‘চোখে যা দেখেছি সেটাই কি একমাত্র সত্যি? নাকি সাদা আর কালোর মাঝে একটা ধূসর কিছু থাকে। যা খালি চোখে দেখা যায় না’’।
সম্পর্কের টানাপোড়েন থেকে সামাজিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি— সবটা নিয়ে প্রশ্নের সম্মুখীন ওয়েব সিরিজের ছোটলোক-এর চরিত্রেরা আসলে যা আমরা দেখি সত্যি সেটাই একমাত্র সত্য নয়, এর বাইরেও থাকে অনেক কিছু। জটিল, গভীর রহস্য, খুন, রাজনীতি, অপরাধ, এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক, ভয়ঙ্কর অতীত নিয়েই চেরিপ্লিক্স মুভিজ প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফ্লিপবুকের প্রযোজনায়, পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘ছোটলোক’ (Chhotolok- Nandini)।
এর আগে তেমনভাবে কোনও ওয়েব সিরিজে দেখা যায়নি গোয়েন্দা গিন্নি শ্রীময়ীকে। ইন্দ্রনীলের এই ওয়েব সিরিজের মাধ্যমে অভিষেক হচ্ছে দর্শকের প্রিয় শ্রীময়ী ইন্দ্রাণী হালদারের। সঙ্গে আসছেন জুন আন্টি অর্থাৎ অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ছোটপর্দায় অভাবনীয় সাফল্যের পর এবার ওটিটি-তে স্ক্রিন শেয়ার করবেন দু’জনে।
এই ওয়েব সিরিজে ইন্দ্রাণী হালদারকে দেখা যাবে এক বয়স্ক রাজনীতিবিদের চরিত্রে। একঝলকে তাঁকে এই লুকে দেখলে চেনাই দায়। কাঁচা-পাকা বব কাট চুল, চোখে মোটা ফ্রেমের চশমা… মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন মোহর ভট্টাচার্য ওরফে ইন্দ্রাণী হালদার। বড়পর্দায় তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ‘কুলের আচার’। তারপরে একেবারে ভিন্নধর্মী একটি এই চরিত্রে দেখতে পাওয়া যাবে তাঁকে।

‘ছোটলোক’-এ তাঁর চরিত্র প্রসঙ্গে ইন্দ্রাণী বললেন, ‘‘মোহর আদতে স্কুল শিক্ষিকা। জীবনের বহু ঘাত-প্রতিঘাত তাঁকে অত্যন্ত ডিপ্লোম্যাটিক পলিটিশিয়ানে পরিণত করেছে। স্বামীর হাতে লাঞ্ছিত এই মহিলার পরবর্তীকালে জননেত্রী হয়ে ওঠাটা খুব ইন্টারেস্টিং। প্রাথমিকভাবে কোনও জায়গায় মোহরকে মনে হবে খুব নেগেটিভ। আসলে ও সেরকম নয়। মানুষ জীবনের পথে চলতে চলতে পরিস্থিতির চাপে এমন অনেক কিছু করে ফেলে যা অন্যের চোখে হয়তো অন্যায়। আমরা তলিয়ে ভাবি না যে ঘটনাটা সত্যিই কি নেগেটিভ, না রিলেটিভ? এমন চরিত্রে আগে কখনও আমি অভিনয় করিনি। তাই খুব ভাল লাগছে।’’

এই ওয়েব সিরিজের প্রত্যেকের চরিত্রেই যেন রয়েছে একটা ডার্ক শেড। স্টাইলিশ লুকে সামনে আসবেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। মল্লিকা দাশের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর তাঁর স্বামী রাজা ভট্টাচার্যর চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে গৌরব-প্রিয়াঙ্কাকে। সামনেই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার আরও একটি নতুন ছবি, ‘কুরবান’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অঙ্কুশ হাজরা। সদ্য মুক্তি পেয়েছে ‘কুরবান’-এর ট্রেলার। এ ছাড়াও ‘ছোটলোক’-এ রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী, ঊষসী রায়, দামিনী বসু, প্রতীক দত্ত, দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখ। কিছুদিন আগেই ট্রেলার লঞ্চ হয়েছিল এই ওয়েব সিরিজের। গতকাল থেকে জি ফাইভ অরিজিনালসে শুরু হল ‘ছোটলোক’-এর স্ট্রিমিং।

নন্দিনী
এক লড়াকু মায়ের গল্প ‘নন্দিনী’ (Chhotolok- Nandini)। গর্ভস্থ সন্তানকে বাঁচাতে মরিয়া সেই মা। যে কোনও মা তাঁর সন্তানের স্বার্থে পৃথিবীর যে কোনও লড়াই করতে পারেন। অন্তঃসত্ত্বা মা স্নিগ্ধাও সেই লড়াইতেই শামিল। তাঁর অভিনীত যে কোনও ছবির মধ্যে দিয়ে বারবার সামাজিক বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ কিংবা ‘ফাটাফাটি’র সাফল্যের পর আবারও সমাজকে এক নতুন বার্তা দিলেন ঋতাভরী ওরফে ‘স্নিগ্ধা’ তাঁর নতুন ওয়েব সিরিজ ‘নন্দিনী’র মাধ্যমে। সুরিন্দর ফিল্মসের ব্যানারেও বং বিউটি ঋতাভরী ডেবিউ করলেন ওয়েব সিরিজে।
‘নন্দিনী’ ওয়েব সিরিজে তার বেবি বাম্প নিয়ে ফার্স্ট লুক পোস্টার, শোরগোল ফেলে দিয়েছিল। ওয়েব সিরিজের স্ট্রিমিংয়ের আগেই এর প্রচার দর্শকদের কৌতূহল জিইয়ে রেখেছিল। যে কৌতূহলের অবসান করেন ঋতাভরী নিজেই।

আরও পড়ুন- নারীবিদ্বেষী বিজেপি সরকার, আগেও প্রমাণিত, এবারও ফের

সায়ন্তনী পুততুণ্ডর ‘নন্দিনী’ (Chhotolok- Nandini) উপন্যাসের অবলম্বনে তৈরি এই সিরিজের পরিচালক নবাগত মির ফালাক। সন্তানসম্ভবা এক মহিলার চরিত্রে দেখা গেছে ঋতাভরীকে। এক মায়ের লড়াই দেখবে এই ওয়েব সিরিজের দর্শক। মূলত কন্যাভ্রূণ হত্যা নিয়েই তৈরি হয়েছে ‘নন্দিনী’র গল্প। গল্পে একদিন হঠাৎই স্নিগ্ধা জানতে পারে তার প্রেগনেন্সিতে সমস্যা আছে। শ্বশুরবাড়ির পরামর্শে গর্ভপাতের সিদ্ধান্ত নেয় সে। কিন্তু গর্ভপাতের আগের মুহূর্তেই সামনে আসে কঠিন সত্য। সে জানতে পারে, তার পেটে কন্যাসন্তান থাকাতেই গর্ভপাত করাতে চাইছে শ্বশুরবাড়ির লোকজন। এখনও গ্রাম থেকে শহর, শিক্ষিত পরিবার— সর্বত্রই এ-ধরনের ঘটনা ঘটে। সমাজকে তার বিরুদ্ধে বার্তা দেওয়ার জন্য এই সিরিজটি বেছে নিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান ঋতাভরী। একই সঙ্গে তিনি জানান, অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয় করাটাও তাঁর কাছে বেশ কঠিন ছিল। এই ওয়েব সিরিজের প্রতিটি পর্বে একজন মায়ের গর্ভাবস্থার বিভিন্ন দিকগুলো আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে। আমার বিশ্বাস, প্রতিটি মেয়ে এই চরিত্রটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। ডেবিউ ওয়েব সিরিজ তাই সুপার এক্সাইটেড ছিলাম। তার উপর এমন একটা চরিত্র। দর্শকদের ভাল লাগবেই।’’ ছোট পর্দায় ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন ঋতাভরী। ধীরে ধীরে নিজের অভিনয় জগতে একটা আলাদা পরিচিতি রেখেছেন তিনি। এই সিরিজে তাঁর বিপরীতে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। এ ছাড়া রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার, শ্বেতা ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ।
ওয়েব সিরিজটির স্ট্রিমিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আড্ডা টাইমসে। ভূমিষ্ঠ না হওয়া এক শিশুর রহস্যময় কাহিনি ‘নন্দিনী’।

Latest article