ডায়মন্ড হারবার ম্যাচ স্থগিত

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগ শেষ করতে গিয়ে হিমশিম খাচ্ছে আইএফএ। শনিবারের ডায়মন্ড হারবার ও মোহনবাগানের (DHFC-Mohun Bagan) মধ্যে ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আইএফএ। মোহনবাগানের অসুবিধার কারণেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। শনিবার রাতেই এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকা রওনা হচ্ছে মোহনবাগান (DHFC-Mohun Bagan)। কলকাতা লিগে খেলা সবুজ-মেরুনের রিজার্ভ দলের সাতজন ফুটবলারকে সিনিয়র দলে নিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। ফুটবলার কম থাকাতেই মোহনবাগান শনিবারের ম্যাচ খেলতে রাজি হয়নি। ডায়মন্ড হারবার অবশ্য এই ম্যাচ খেলার জন্য তৈরি ছিল। কিন্তু মোহনবাগানের অসুবিধার কারণে ম্যাচটা না হওয়ায় হতাশ তারা। ডায়মন্ড হারবার শিবিরের অবশ্য দাবি, কলকাতা লিগের নিয়মরক্ষার ম্যাচ নিয়ে তাদের কোনও আগ্রহ নেই। বরং কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণে দল এখন আই লিগের তৃতীয় ডিভিশন আই লিগে খেলার জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। মোহনবাগানের দাবি, তাদের ফুটবলার না থাকলে কীভাবে কলকাতা লিগে দল নামাবে। সাত জন ফুটবলার সিনিয়র দলের হয়ে বসুন্ধরার বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ খেলতে চলে যাচ্ছে। ফারদিন আলি মোল্লার জ্বর। আটজন রিজার্ভ দলের ফুটবলার নেই। তাই শনিবারের ম্যাচ খেলা সম্ভব নয়। তবে পরে কলকাতা লিগের বাকি ম্যাচ তারা খেলবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, গোটা নভেম্বর মাস পড়ে আছে। আমরা ঠিক লিগ শেষ করব। এদিকে, বসুন্ধরা ম্যাচের জন্য ফিট হয়ে গিয়েছেন জেসন কামিন্স ও হুগো বুমোস। দু’জনেই শনিবার রাতে দলের সঙ্গে বাংলাদেশ রওনা হচ্ছেন।

আরও পড়ুন- ভুল শুধরে কেরলের বিরুদ্ধে আজ জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

Latest article