প্রতিবেদন : জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোড শোয়ে ফের আছড়ে পড়ল জনপ্লাবন। জনজোয়ারে ভাসল ইংরেজবাজার শহর। উত্তর মালদহে দুটি জনসভার পর দক্ষিণ মালদহের রোড শোয়েও নেত্রীকে একবার ছুঁয়ে দেখার বাসনা নিয়ে আসা সাধরণ মানুষের ঢল নামল পথের দু’ধারে। বিরোধীরা আবারও দেখে নিল, কাকে বলে মমতা ম্যাজিক! মঙ্গলবার উত্তর মালদহে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে হরিশচন্দ্রপুর ও পুরাতন মালদহে জনসভা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দক্ষিণ মালদহের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে রোড শো করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-ভোটের আগে কেন গ্রেফতার কেজরি, সুপ্রিম তোপে ইডি
ইংরেজবাজারের সুকান্ত মোড় থেকে রবীন্দ্রমূর্তি পর্যন্ত পথসভায় নেতৃত্ব দেন তিনি। সেই রোড শোয়ে নেত্রীকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়, বাঁধ ভাঙে জনতার উচ্ছ্বাস। রাস্তার দু’ধারে আবালবৃদ্ধবনিতারা মুখ্যমন্ত্রীকে একবার ছুঁয়ে দেখার বাসনা নিয়ে ভিড় জমান। মুখ্যমন্ত্রীও তাঁদের নিরাশ করেননি। সাধারণের মধ্যে মিশে যান তিনি। মাঝেমধ্যে হাঁটা থামিয়ে রাস্তার ধারে ভিড় জমানো সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন নেত্রী। শেষে রবীন্দ্র অ্যাভিনিউয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে পদযাত্রা শেষ করেন।