বিশ্ব আদিবাসী দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Must read

আজ ৯ অগাস্ট। বিশ্ব আদিবাসী দিবস (International Indigenous Day)। এই দিনে ঝাড়গ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী দিবস উপলক্ষে তিনি জঙ্গলমহলে। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে জঙ্গলমহল-সহ একাধিক জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তার আগে বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- অনাস্থা ভোটে জেতার অর্থ দেশের আস্থা অর্জন নয়

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বিশ্ব আদিবাসী দিবসে (International Indigenous Day) সকলকে শুভেচ্ছা। আদিবাসীদের ঐতিহ্য, শিল্পকে আমরা উদযাপন করি। আদিবাসীদের নিয়ে একসঙ্গে চলার অঙ্গীকার করি। সাধারণ মানুষ জাতি, ধর্ম, বর্ণ পার্থক্যের উর্ধ্বে গিয়ে আদিবাসীদের অধিকার রক্ষা করুক। জয় জোহার।“

একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। ট্যুইটারে অভিষেক লিখেছেন, “আজ, বিশ্ব আদিবাসী দিবসে, আমরা বাংলার বৈচিত্র্য ও অগ্রগতির জন্যে আদিবাসীদের মূল্যবান অবদানকে কুর্নিশ জানিয়েছি। আমরা ভবিষতেও আদিবাসীদের অধিকার রক্ষা করব। জয় জোহার।“

Latest article