ভূমিহীনদের জমির অধিকার দিলেন মুখ্যমন্ত্রী, উত্তর জুড়ে উন্নয়ন

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি চা- শ্রমিকরা। সেই খুশিতে শামিল হয়ে সোমবার তৃণমূলের নেতারা চা-বাগানে ঘুরে চা-শ্রমিকদের মিষ্টিমুখ করান।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: ভূমিহীনদের জমির পাট্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা-শ্রমিকদের মুখে হাসি ফুটেছে মুখ্যমন্ত্রীর সৌজন্যে। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সমস্ত চা-বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে এবং সবাইকে আবাস নির্মাণের জন্য এক লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন-পাটনায় কোচিংয়ে যাওয়ার পথে মাথায় গুলিবিদ্ধ হয়ে ১৭ বছরের কিশোরী খু.ন

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি চা- শ্রমিকরা। সেই খুশিতে শামিল হয়ে সোমবার তৃণমূলের নেতারা চা-বাগানে ঘুরে চা-শ্রমিকদের মিষ্টিমুখ করান। এই বিষয়ে আইএনটিটিইউসি আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক আনন্দচন্দ জানান, মুখ্যমন্ত্রী চা-শ্রমিকদের জন্য উপহারের ডালি নিয়ে এসেছিলেন। সেই ডালি থেকে সবাইকে উপহার দিয়ে গেছেন। তিনি জানান এটা একটা ঐতিহাসিক ঘোষণা, আজ পর্যন্ত কেউ চা-শ্রমিকদের পাট্টা দেওয়ার চিন্তাভাবনা করেনি। মুখ্যমন্ত্রী গতকাল সেটা করে দেখিয়ে দিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের জোয়ার এসেছে উত্তর জুড়ে। মুখ্যমন্ত্রী আসছেন এই খবর পেলেই তাই আরও উন্নয়নের অপেক্ষায় থাকেন উত্তরের পাহাড় থেকে সমতল। এবারও পাহাড় থেকে সমতলের বহু উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পের শিলান্যাস-সহ করলেন উদ্বোধনও।

আরও পড়ুন-প্রবল তুষারপাত দার্জিলিং-কালিম্পংয়ে! জাঁকিয়ে পড়বে ঠান্ডা

বাসিন্দাদের সুবিধা-অসুবিধা শুনতে পৌঁছে যান তাঁদের কাছে। কার্শিয়াঙ, আলিপুরদুয়ার থেকে বানারহাট সাধারণের মাঝে মিশে যান মুখ্যমন্ত্রী। কী কী প্রয়োজন তাঁদের একজন অভিভাবকের মতোই জেনে নেন তাঁদের কাছে। কথা দেন যে কাজগুলি বাকি আছে দ্রুত শেষ হবে। পাশাপাশি জল, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে দফতরগুলিকে দেন নির্দেশ। আলিপুরদুয়ারে বেহাল রাস্তা দেখে সেই মুহূর্তেই হাল ফেরানোর নির্দেশ দেন। কাজ শুরু হয় রাস্তার। উত্তরের পাহাড় থেকে সমতল প্রতিবারের মতই বলছে, তাঁদের কথা একমাত্র ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article