প্রতিবেদন : রবিবার পাঁচদিনের জেলা সফরে বের হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি হাসিমারা বিমানঘাঁটিতে পৌঁছন। তারপর হাসিমারা হয়ে কোচবিহারে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে তাঁর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একঝলক দেখতে কোচবিহারের রাস্তার দু’পাশে ভিড় জমান উৎসুক মানুষজন।
আরও পড়ুন-যাদবপুরে দৃষ্টিহীন ছাত্রীর মৃত্যু.তে ২ সিনিয়র ছাত্র কাঠগড়ায়
সোমবারের কোচবিহারের রাসমেলা ময়দানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাতে তুলে দেবেন একাধিক সরকারি পরিষেবা। উদ্বোধন ও শিলান্যাস করবেন একগুচ্ছ প্রকল্পের। পরে শিলিগুড়িতেও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তারপর মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটের
সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একইভাবে তিনি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন।
বুধবার সকালে বালুরঘাট থেকে মালদহে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে তাঁর। মালদহ থেকে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদের বহরমপুরে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। পরদিন মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠানে পরিষেবা প্রদান করে ফিরে আসবেন কলকাতায়।
আরও পড়ুন-মাঝ সমুদ্র থেকে ২২ ভারতীয়, ১ বাংলাদেশিকে উদ্ধার করল নৌসেনা
এর আগের সফরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পরিষেবা প্রদান সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়বাসীর জন্য যাবতীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস ও পরিষেবা দিতে পাহাড়েও গিয়েছিলেন তিনি। সামনেই লোকসভা নির্বাচন। তাই যত দ্রুত সম্ভব ও যতটা সম্ভব সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন। কারণ নির্বাচনী বিধি-নিষেধে এই পরিষেবা প্রদান সম্ভব হবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা হয়ে কোচবিহারে পৌঁছনোর পথে তাঁকে একঝলক দেখতে দিনভর রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন মানুষজন। রাস্তায় ভিড় করা মহিলাদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নামে প্ল্যাকার্ড ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। হাসিমারা সেনা বিমানবন্দরে নেমে সড়ক পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন কোচবিহারে। সোনারপুর, পুন্ডিবাড়ি চৌপথি ও চকচকা চেকপোস্ট এলাকায় ব্যাপক ভিড় ছিল সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের। ভিড় দেখে মুখ্যমন্ত্রীর গাড়ির গতি কমে যায়।