মাঝ সমুদ্র থেকে ২২ ভারতীয়, ১ বাংলাদেশিকে উদ্ধার করল নৌসেনা

উদ্ধারকাজের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রদান করে এই মার্কিন যুদ্ধজাহাজ। একটি ফরাসি যুদ্ধজাহাজও সেখানে এসে পৌঁছায় উদ্ধারকাজে সাহায্য করতে।

Must read

বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, ইরান (Iran) এবং ইয়েমেন থেকে পণ্যবাহী জাহাজে হামলা চলেছে। ইজরায়েল এবং তার মিত্র দেশগুলির ওপর প্রতিশোধ নেওয়ার নামেই এমন হামলা চালানো হচ্ছে। তবে এর ফলে বিশ্ব বাণিজ্যের বিপুল পরিমান ক্ষতি হচ্ছে। ভারতের অর্থনীতিতেও এর ভালোই প্রভাব পড়ছে। ভারতীয় নৌবাহিনী আরব সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। আইএনএস বিশাখাপত্তনম গতকাল ২৩ জন নাবিককে উদ্ধার করল। এডেন উপসাগর এলাকাতে টহল দিয়ে চলেছে আইএনএস বিশাখাপত্তনম। নৌবাহিনীর এক অফিসার এই বিষয়ে বলেন, ‘সাহায্যের আর্তি শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় আইএনএস বিশাখাপত্তনম। সেই রণতরী এডেন উপসাগরে মোতায়েন ছিল। এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর নেই।’ শনিবার নৌবাহিনী জানায় যে তারা ক্ষেপণাস্ত্র হামলার পরে এমভি মার্লিন লুয়ান্ডার কাছ থেকে একটি অনুরোধ পেয়েছে এবং অগ্নিনির্বাপণ অভিযান এবং কার্গো জাহাজে থাকা ক্রু সদস্যদের উদ্ধারে সহায়তা করার জন্য আইএনএস বিশাখাপত্তনমকে পরিষেবাতে এগিয়ে দিয়েছে।

আরও পড়ুন-অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ডেপুটি মেয়র অতীন ঘোষের মা

তিনি আরও বলেন, ‘সাগরের পণ্যবাহী জাহাজগুলির সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাগরে যাতে কোনও প্রাণহানী না ঘটে তার জন্যে আমরা প্রস্তুত।’ মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগার জাহাজটির ওপর ইয়েমেন থেকে হুথিরা এই মিসাইল হামলা চালিয়েছিল। এই উদ্ধারকাজে আমেরিকার ইউএসএস কারনেই সাহায্য করে। এডেন উপসাগরে ছিল সেই জাহাজটি।মার্কিন রণতরী সাহায্যের আর্তনাত শুনেই এগিয়ে যায়। উদ্ধারকাজের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রদান করে এই মার্কিন যুদ্ধজাহাজ। একটি ফরাসি যুদ্ধজাহাজও সেখানে এসে পৌঁছায় উদ্ধারকাজে সাহায্য করতে।

Latest article