সিভিকদের দাবি পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

শনিবার সিভিক ভলান্টিয়ারদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রায় দু’লক্ষ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছি।

Must read

প্রতিবেদন : সিভিক ভলান্টিয়ারদের জন্য আরও এক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আয়োজিত সিভিক ভলান্টিয়ারদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নিয়োগ যখন আমরা করেছি, তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্বও আমাদের। এটুকু বিশ্বাস, ভরসা রাখবেন। এই সভায় ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বইমেলার ছবি

শনিবার সিভিক ভলান্টিয়ারদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রায় দু’লক্ষ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছি। আপনারা অনেকেই দক্ষতার সঙ্গে কাজ করছেন। আপনারা সমাজের গর্ব। আগামী ছ’মাসের মধ্যে আপনাদের অন্যান্য দাবিও পূরণ করব। সিভিক এবং ভিলেজ পুলিশদের জন্য আলাদা পোশাক থাকলেও তাঁদের আগামী দিনে পুলিশের পোশাক দেওয়া উচিত বলেও জানান তিনি। এরপর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারের বঞ্চনা বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা চাকরি তো দেয় না, উল্টে নির্বাচন এলে তার আগে উল্টোপাল্টা বলে। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা বোনাসের টাকা ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করেছি। এ ছাড়া আরও কিছু বিবেচনা আমার আছে। আপনারা দিনে দিনে প্রমোশন পান, আমরাও চাই। যিনি যত ভাল কাজ করবেন, তিনি তত ভাল প্রমোশন পাবেন।

আরও পড়ুন-এআই যেন নতুন আঙ্গিকের এক কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ভিলেজ পুলিশ নিয়োগ করেছিলাম এই কারণে যে, কোন গ্রামে কে কী করছে, কোথায় গন্ডগোল হচ্ছে, কোথায় ভাল কাজ করা উচিত এগুলো লোকাল পুলিশের আওতায় আনার জন্য। এরপরই থানার আইসি এবং ওসিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে মাঝেমধ্যে মিটিং করে কাউন্সিলিং করা উচিত।

আরও পড়ুন-দিনের কবিতা

তারপরই পুলিশের উপর তলার একাংশের কাজের গতি নিয়ে আক্ষেপের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড আছে। তারা যদি সাথে সাথে কাজগুলো করে দেয় আমার কোনও সমস্যা হয় না। কিন্তু এদের সমস্যা, ১৮ মাসে বছর! নিচুতলার কর্মীদের জন্য কাজ করতে এদের এত অনীহা যে, এরা ভীষণ সময় নষ্ট করে। এটা না করে সাথে সাথে কাজটা করলে প্রতি বছর ১০ শতাংশ হোমগার্ড থেকে কনস্টেবলে চলে আসে এবং তাতে পুরো কোটাটাই শেষ হয়ে যায়। আপনাদের আর পড়ে পড়ে মার খেতে হবে না। রাজ্য সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মীদের এই বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় হাততালিতে ভরে ওঠে সম্মেলনের মাঠ। মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কো-অর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস, কনভেনার বিজিতেশ্বর রাউত-সহ কমিটির সদস্যরা।

Latest article