বিল পাশ, আলিয়ার আচার্য পদে মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : রাজ্যের অন্যান্য সরকারি ও সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) আচার্য় পদ থেকে রাজ্যপালকে (Governor) সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  (CM Mamata Banerjee) বসাতে চায় সরকার (West Bengal Government)। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য বা আলিয়া-ই-জামিয়া পদ থেকে রাজ্যপালকে অপসারণ করে মুখ্যমন্ত্রীকে বসাতে বৃহস্পতিবার একটি সংশোধনী বিল পাশ হল বিধানসভায় (West Bengal Legislative Assembly)। এদিন বিধানসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। বিলের উপর জবাবি ভাষণের পর দফতরের মন্ত্রী গোল্লাম রব্বানি বিধায়কদের সমালোচনার জবাব দেন। বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, রাজ্য তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে যতটা পেরেছে করেছে। বিরোধী বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে বলেন, বলুন কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি খাতে? নাম না করলেও মন্ত্রী অভিযোগ করেন, রাজ্যপাল একাধিকবার ফোন করে তাঁকে ধমকেছেন, চমকেছেন। তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করার মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের গরিমা আরও বৃদ্ধি পাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নেবে এই বিশ্ববিদ্যালয় (Aliah University)। বিল নিয়ে আপত্তি জানিয়েছিল বিরোধী দল বিজেপি। কিন্তু ভোটাভুটি হলে বিরোধীদের হার নিশ্চিত ছিল। তাই এদিন আর সেই পথে হাঁটেনি বিজেপি। ফলে ধ্বনি ভোটেই পাশ হয়ে যায় বিলটি। এই বিলে আচার্য বদলের পাশাপাশি রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসরের মর্যাদা দেওয়া হল।

আরও পড়ুন: অগ্নিবীররা কি বিজেপি-র ফ্রাঙ্কেনস্টাইন হতে চলেছেন?

Latest article