জেলেই সুকি

Must read

শেষ পর্যন্ত মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আং সান সুকিকে (Aung San Suu Kyi)  জেলে ঢুকিয়ে দিল দেশের সেনা প্রশাসন। বৃহস্পতিবার সুকিকে নে-পি-দ্যয়ের একটি জেলে রাখা হয়। সাধারণত মায়ানমারে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে তাদের জেলে রাখা হয়। সুকির (Aung San Suu Kyi) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করেছে জুন্টা সরকার। কিছুদিন আগেই সেনা আদালতে ছিল মামলার শুনানি। জানা গিয়েছে শুনানিতে সুকির আইনজীবীকে বলার কোনও সুযোগ দেওয়া হয়নি। রায় দেওয়া হয়েছে একতরফা। আদালত জানিয়েছে, সুকি বা তাঁর পরিবারের কোনও সদস্য এবং তাঁর আইনজীবী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। তবে শুধু রাষ্ট্রদ্রোহিতা নয়, নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি, করোনা বিধি ভঙ্গ, টেলি যোগাযোগ আইন ভাঙার মতো একাধিক অভিযোগ এনেছে সেনা প্রশাসন। আমেরিকা-সহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সুকির মুক্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন: অগ্নিবীররা কি বিজেপি-র ফ্রাঙ্কেনস্টাইন হতে চলেছেন?

Latest article