ডেঙ্গি বৈঠকে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গিতে যাতে রাজ্যে একটিও প্রাণহানি না হয়, তা নিশ্চিত করতে নজরদারি আরও কঠোর করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : ডেঙ্গিতে যাতে রাজ্যে একটিও প্রাণহানি না হয়, তা নিশ্চিত করতে নজরদারি আরও কঠোর করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে ডেঙ্গি নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে ফোন মারফত যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রয়োজনে ডেঙ্গি-মোকাবিলায় সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর ডেঙ্গিতে যেন আর প্রাণহানি না হয় তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন-আজ অভিষেকের নেতৃত্বে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক

কেন্দ্রীয় সরকার আগামী দু’সপ্তাহ ডেঙ্গির প্রকোপ আরও বাড়ার সতর্কবার্তা দেওয়ায় আরও বেশ কিছুদিন প্রশাসনিক কর্তাদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার জন্য নির্দেশ দেন তিনি। একইসঙ্গে আগামী কয়েকদিন বাড়তি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পঞ্চায়েত ও পুর-এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় জমা জল সাফাই করতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোথায় কোথায় জল জমছে তা নজরে রাখতে হবে। প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে, কারও জ্বর আছে কি না। কলকাতা পুর-এলাকায় এবং জেলাস্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ডেঙ্গির হটস্পটগুলিকেও নিয়মিত চিহ্নিত করতে বলেন।

আরও পড়ুন-তৃণমূলের উদ্যোগে খুলল বন্ধ চা-বাগান

বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমও। ডেঙ্গি-নিয়ন্ত্রণে পুজো কমিটিগুলিকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। প্যান্ডেলের বাঁশ, পড়ে থাকা কাপ-প্লেটে জল জমে সেখানে ডেঙ্গির মশার বাড়বাড়ন্ত হতে পারে বলে সতর্ক করেন। মমতা এদিন আরও বলেন, ডেঙ্গির মশা ভোল পালটে ফেলেছে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুক মুখ্যসচিব। প্রত্যেক পুরসভা ডেডিকেটেড টিম তৈরি করুক। ফিভার ক্লিনিকে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা তা জানতে চান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নিজের সঙ্গেই লড়াই : নীরজ

মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আর ২ সপ্তাহ বাকি। ব্লিচিং পাউডার ইত্যাদি ছড়াতে হবে। পরিচ্ছন্নতায় জোর দিতে হবে। বৃষ্টি চলবে। তবে জল যাতে না জমে তার জন্য ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে বৃষ্টির মধ্যে রাজ্যকে না জানিয়ে যেন ডিভিসি জল না ছাড়ে, সেইজন্য পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে কথা বলতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।

Latest article