নয়াচরে ইকোহাব-সোলার প্লান্ট, তাজপুরে বিপুল কর্ম সংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী জানান, নয়াচরের জমিও রাজ্যের হাতে এসেছে। সেখানে ইকোহাব হবে। একই সঙ্গে বলে সোলার প্লান্ট। তাছাড়া তাজপুর বন্দরের কাজও শুরু হয়েছে।

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার জন্য ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন। তমলুকে প্রশাসনিক বৈঠক থেকে এদিন ৪৫টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি উদ্বোধন করেন দিঘার মেরিন ড্রাইভের (Marin Drive)। দিঘা (Digha) থেকে শঙ্করপুর হয়ে এই রাস্তা মন্দারমণি পর্যন্ত যাবে। দিঘার সৌন্দর্য্যায়নেও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-‘যারা গতকাল রাজনৈতিক কর্মসূচির নামে সমাজবিরোধী কার্যকলাপ করেছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে’ বার্তা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, “আমি অভিনন্দন জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গকে। দিঘা আজ আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে হয়ে গিয়েছে। দিঘা তমলুক রেল আমার করে দেওয়া। ৭ কিলোমিটার করে দিচ্ছি। পুজোতে সবাই আসবেন।“ আগে দিঘা, শংকরপুর ডেভলপমেন্ট অথরিটিতে অনেক অনিয়ম হয়েছে বলে উল্লেখ করে মমতা বলেন, জেলাশাসককে বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন-দুর্ঘটনা এড়াতে দিঘা সংলগ্ন এলাকায় ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী জানান, নয়াচরের জমিও রাজ্যের হাতে এসেছে। সেখানে ইকোহাব হবে। একই সঙ্গে বলে সোলার প্লান্ট। তাছাড়া তাজপুর বন্দরের কাজও শুরু হয়েছে। সেখানে প্রচুর কর্ম সংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় নয়াচরে ইকো হাব ও সোলার প্লান্ট হবে। নয়াচরে টিম পাঠিয়ে একটু দেখে নিতে হবে। নয়াচরে কয়েকটা হোম স্টে করারও পরামর্শ দেন মমতা। তবে, কটেজ তৈরিতে বেশি খরচ না করার নির্দেশ দেন তিনি।

Latest article