অবশেষে স্বপন-জগমোহন জুটির পথ চলা শেষ হল। যদিও একজন আগেই প্রয়াত হয়েছেন। ১৯৯৯ সালে প্রয়াত হয়েছেন জগমোহন বক্সী। এবার চলে গেলেন স্বপন সেনগুপ্তও। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ভারতের চলচ্চিত্র সঙ্গীতে একটি যুগের অবসান হল। কয়েক দশক ধরে বলিউডে কাজ করে গিয়েছেন যে সব বাঙালি শিল্পী, তাঁদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন স্বপন সেনগুপ্ত এবং জগমোহন বক্সী।
আরও পড়ুন-উত্তরবঙ্গকে ‘ভালবাসি’ জানিয়ে দুয়ারে সরকার নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর
পরিবারের তরফে স্বপন সেনগুপ্তর মৃত্যুর খবর জানানো হয়েছে। কয়েক মাস আগেই ৯০ বছর পূর্ণ করেন তিনি। সেদিন বাড়িতে অনেক অতিথি এসেছিলেন। কেক কাটা হয়। একটু কেক খানও তিনি। তার পর থেকেই শরীর বিশেষ ভাল ছিল না। সোমবার মুম্বইয়ে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুরকার।
আরও পড়ুন-‘বঙ্গভঙ্গ নয়, আমরা চাই সঙ্গ’ অখণ্ড বাংলায় জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হিন্দি ছাড়াও বাংলা, পাঞ্জাবি এবং ভোজপুরী ছবিতেও সুর দিয়েছে তারা। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের মতো শিল্পীর সঙ্গে অনেক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন স্বপন-জগমোহন।
আরও পড়ুন-‘জোর করে জমি কেড়ে নিয়েছিল তৎকালীন বাম সরকার’ দাবি মমতার
তার মৃত্যুতে নিজের সোশ্যাল মিডিয়াতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, বাংলার নিজস্ব সঙ্গীতশিল্পী স্বপন সেনগুপ্তের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।তিনি একটি অবিশ্বাস্য উত্তরাধিকার রেখে গেছেন এবং অনেকের হৃদয়ে বেঁচে থাকবেন। আমি প্রার্থনা করি যে তার আত্মা শান্তিতে থাকুক এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’
I am deeply saddened by the passing of Bengal’s very own musical maestro Sapan Sengupta.
He leaves behind an incredible legacy and will live on in the hearts of many.
I pray that his soul rests in peace and express my heartfelt condolence to his family, friends and followers.
— Mamata Banerjee (@MamataOfficial) October 19, 2022