রাজভবনে রাজ্যপালের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টুইট রাজ্যপালের

একটি ট্যুইটবার্তায় রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন প্রায় একঘণ্টা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রীর সাথে।

Must read

রাজভবনে রাজ্যপালের (governor) সঙ্গে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল আলোচনা হয় বলে খবর। একটি ট্যুইটবার্তায় রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন প্রায় একঘণ্টা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রীর সাথে।

আরও পড়ুন-‘বাবা,জানি তুমি সঙ্গে আছো’, ক্লাস সেভেনের প্রথম দিনে আবেগপ্রবণ অভিষেককন্যা

রাজ্যের আইন শৃঙ্খলার এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে জানতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় । গত ২৯ মার্চ অর্থ বিল অনুমোদনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়েছিলেন’ রাজ্যপাল। একাধিক ইস্যু পেন্ডিং ছিল বলে ট্যুইট করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এর আগে ২৯ মার্চ রাজ্যপাল জগদীপ ধনখড় একটি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। বগটুইয়ের ঘটনার পরেই এই চিঠি দেন তিনি। ট্যুইটারে সেটি শেয়ারও করেন রাজ্যপাল। চিঠিতে তিনি লিখেছিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজের সময় সুযোগমতো রাজভবনে যান।

আরও পড়ুন-‘৭০ থেকে ৮০ হাজারে বালিগঞ্জে ও ২ লাখ ভোটে আসানসোলে জিতবে তৃণমূল কংগ্রেস’ আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিনের সাক্ষাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলেই রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর ট্যুইটার পোস্টে জানিয়েছেন। প্রায় একঘণ্টা আলোচনা হয় দুই প্রশাসনিক প্রধানের মধ্যে সেই কথাও টুইট করেছেন।

 

 

 

Latest article