‘বাবা,জানি তুমি সঙ্গে আছো’, ক্লাস সেভেনের প্রথম দিনে আবেগপ্রবণ অভিষেককন্যা

বৃহস্পতিবার ক্লাস সেভেনের প্রথম ক্লাস ছিল ডলের। সবটা আগের মতোই কিন্তু বাবা নেই। স্কুলের জন্য তৈরি হয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেল সে।

Must read

বাবাকে হারানোর যন্ত্রণা যে এখনো ঠিক কত তরতাজা সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সময় থেমে থাকে না। তাই সব পেছনে ফেলে নতুন পথে পা বাড়াচ্ছে অভিষেক কন্যা সাইনা যাকে ভালোবেসে বাবা ডাকতো ডল। অভিষেকের চোখের মণি ছিল ডল। বৃহস্পতিবার ক্লাস সেভেনের প্রথম ক্লাস ছিল ডলের। সবটা আগের মতোই কিন্তু বাবা নেই। স্কুলের জন্য তৈরি হয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেল সে।

দক্ষিণ কলকাতার এক ইন্টারন্যাশন্যাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সাইনা। বাবার স্বপ্নপূরণ করাই এখন ১২ বছরের সাইনার একমাত্র লক্ষ্য। এদিন অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকেই বাবার ছবিকে জাপটে ধরে থাকা সাইনার ছবি দিয়েছেন সংযুক্তা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-‘৭০ থেকে ৮০ হাজারে বালিগঞ্জে ও ২ লাখ ভোটে আসানসোলে জিতবে তৃণমূল কংগ্রেস’ আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিনি আরো বলেন, ডল লিখেছে, ‘প্রিয় বাবা, আমি ক্লাস সেভেনে প্রথমদিন স্কুলে যাচ্ছি, তোমার উপস্থিতি একান্ত কাম্য, আর আর্শীবাদও। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। ইতি- তোমার আদরের ডল’।

অভিষেক অনুরাগীদের জন্য পত্নী সংযুক্তা এদিন বলেন, ‘সকলের কাছে প্রার্থনা, দয়া করে আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান আমাদের মেয়ে ডলকে, আজ থেকে ওর ক্লাস সেভেনের যাত্রা শুরু হল’।

Latest article