মঙ্গলবার শিলিগুড়ি, বুধবার মেঘালয়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ করে কলকাতা থেকে শিলিগুড়িতে যাবেন তিনি।

Must read

মঙ্গলবার শিলিগুড়িতে (Siliguri) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ করে কলকাতা থেকে শিলিগুড়িতে যাবেন তিনি। সেদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যাবেন। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে থাকবেন তিনি। মঙ্গলবার উত্তরবঙ্গে রাত্রিবাস করবেন ও এরপর বুধবার মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

আরও পড়ুন-সংবাদমাধ্যম আক্রান্ত বে-আব্রু ফ্যাসিবাদী ঘরানা

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের সভা ঘিরে এর মধ্যেই প্রস্তুতি তুঙ্গে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে সবকিছুর তদারকির দায়িত্ব নিয়েছেন। ইতিমধ্যে বাড়ানো হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলিশ কর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ শিলিগুড়িতে সভা করে মুখ্যমন্ত্রী উত্তরকন্যার পাশাপাশি কন্যাশ্রী সরকারি আবাসনে যাবেন তিনি। সেখানেই তিনি রাত্রিবাস করবেন। তারপর বুধবার উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে যাবেন।

Latest article