জয় নিশ্চিত। কিন্তু আসল লক্ষ্য রেকর্ড মার্জিন। নন্দীগ্রামে চক্রান্ত, ষড়যন্ত্রের জবাব দিতে হবে “হোম গ্রাউন্ড” ভবানীপুরে। ৩০ সেপ্টেম্বর আপাত-নিরীহ কোনও উপনির্বাচন নয়, ২০২৪-এর আগে ভবানীপুর যে মিনি ইন্ডিয়া সেটা বুঝিয়ে দেওয়া।
নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর সমর্থনে আসরে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নিজেও প্রশাসনিক কাজকর্মের ফাঁকে জনসংযোগ করছেন।আগামী কাল, মঙ্গলবার ২১ তারিখ থেকে টানা নির্বাচনী প্রচারে থাকবেন তিনি।
আরও পড়ুন-‘’বাংলার বাড়ি’’ প্রকল্পের ঘরে ঘরে থাকবে এবার মুখ্যমন্ত্রীর আঁকা লোগো
মঙ্গলবার একবালপুরের ইব্রাহিম রোডে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২২ তারিখ তিনি প্রচার করবেন চেতলার অহীন্দ্র মঞ্চে, ২৩ তারিখ প্রচার করবেন চক্রবেড়িয়া নর্থ ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলে, ২৫ তারিখ তিনি সভা করবেন কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে। ২৬ তারিখ তিনি প্রচার শেষ করবেন নিজের পাড়ায় হরিশ মুখার্জি রোডে।