প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death) যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ফের একবার এই প্রতিশ্রুতি দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ছাত্রের বাবা ও মা সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, এই ঘটনায় যুক্ত কেউ যেন ছাড়া না পায় সেটা দেখে অপরাধীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ব্যাপারে তাঁদের সামনেই প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি নদিয়ার বগুলায় তাঁদের গ্রামে যে সরকারি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটিও ওই মৃত ছাত্রের স্মৃতিতে উৎসর্গ করা হবে বলে মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন। শুধু তা-ই নয়, বগুলার যে হাইস্কুলে ওই ছাত্র একসময় পড়াশোনা করত সেই হাইস্কুলেও ওই ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে কিছু করা হবে। মুখ্যমন্ত্রী আজ তাঁদের ছোট ছেলে সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাঁর পড়াশুনোর খরচ ও পরিবারের নিরাপত্তা রাজ্য সরকার দেবে বলে মুখ্যমন্ত্রী ওই ছাত্রকে জানান। এদিন দুপুর আড়াইটা নাগাদ নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়া বাবা এবং মা।
ছাত্রমৃত্যুর পর নদিয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলও গিয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সুবিচার অবশ্যই পাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি এই বিষয়ে কথা বলতে নবান্নে এলেন মৃতের বাবা-মা।
আরও পড়ুন: পুরুলিয়ায় সিমেন্ট কারখানার উদ্বোধন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২১-২৩ নভেম্বর
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের দেহ (Jadavpur Student Death) মেন হোস্টেলের নিচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরের দিন ছাত্রের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র্যাগিংও খুনের অভিযোগ আনে পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।