অ্যাডিনো নয়, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে শিশুদের

অ্যাডিনো নয়, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকামতো মেডিক্যাল কলেজ প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রেখেছে

Must read

সংবাদদাতা, মালদহ : অ্যাডিনো নয়, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকামতো মেডিক্যাল কলেজ প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রেখেছে। দেওয়া হচ্ছে সুচিকিৎসা। মালদহ জেলায় সর্দি-কাশি, শ্বাসকষ্ট, জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা দিন কে দিন কমছে। কিন্তু আত্মসন্তুষ্টিতে গা ভাসাতে চাইছেন না মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের সংখ্যা কমলেও শিশুদের ওয়ার্ডে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন।

আরও পড়ুন-সিকিমে প্রবল তুষারপাত, বন্ধ রাস্তা

পাশাপাশি শিশুদের পিকু নিকু ওয়ার্ডে শয্যাসংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, প্রতিদিন গড়ে ১০-১২ জন শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি নিয়ে ভর্তি হচ্ছে। এদের মধ্যে বেশির ভাগই শিশু। তবে সেগুলি স্বাভাবিক জ্বর বলেই মনে করছেন চিকিৎসকরা।

Latest article