সিকিমে প্রবল তুষারপাত, বন্ধ রাস্তা

ব্যাপক তুষারপাত সিকিমে। বরফের চাদরে ঢেকেছে ছাঙ্গু লেক, নাথু লা। এখন পর্যটকে ঠাসা সিকিম। তার মধ্যে এই তুষারপাতে বিপত্তি।

Must read

প্রতিবেদন : ব্যাপক তুষারপাত সিকিমে। বরফের চাদরে ঢেকেছে ছাঙ্গু লেক, নাথু লা। এখন পর্যটকে ঠাসা সিকিম। তার মধ্যে এই তুষারপাতে বিপত্তি। আজ শনিবারও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তুষারপাতের জেরে ছাঙ্গু লেক, নাথু লা ও বাবামন্দিরের রাস্তায় পারমিট দেওয়া বন্ধ রাখল সিকিম প্রশাসন। এই কারণে শিলিগুড়িতে আটকে পড়েছেন সিকিম ঘুরতে আসা পর্যটকরা। বৃহস্পতিবার রাত থেকেই লাগাতার তুষারপাত হচ্ছে সিকিমে। রাস্তায় কয়েক ইঞ্চি বরফের স্তর জমা হয়ে রয়েছে। যে কারণে সেখান দিয়ে কোনওভাবেই গাড়ি চলাচল সম্ভব নয়।

আরও পড়ুন-চৌবাচ্চায় হরেকরকম মাছচাষ করে স্বনির্ভরতার দিশা

শুক্রবার সকাল থেকেই তাই ছাঙ্গু লেক, বাবামন্দিরে যাওয়ার পারমিট দেওয়া হচ্ছে না সিকিম প্রশাসনের তরফে। গত মাসেও বারবার পর্যটকদের ভ্রমণে বাধা দাঁড়িয়ে ছিল তুষারপাত। এই মুহূর্তে সিকিম, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড়। রোজ শিলিগুড়ি হয়ে সিকিমে যাচ্ছেন কয়েকশো পর্যটক। শুক্রবার সকালেও শিলিগুড়ি এনজেপি জংশন থেকে প্রচুর পর্যটক সিকিমে গিয়েছেন। সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের স্ট্যান্ড থেকেও বাসে সিকিমে যাচ্ছেন পর্যটকরা। শিলিগুড়ি পৌঁছে তাঁরা জানতে পারেন তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সিকিমের রাস্তা।

Latest article