ভারত মহাসাগরে (Indian Ocean) বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছে চিনের (China) জাহাজ। ৩৯ জন ক্রিউ সদস্য ছিলেন সেখানে। জাহাজটি উল্টে গিয়েছে। তার জেরেই ডুবেছে জাহাজ। নিখোঁজদের খোঁজ করার শুরুতেই ২ টি দেহ উদ্ধার হয়েছে। তারপর ভারতীয় সেনা যুদ্ধবিমান মোতায়েন করেছে যাতে বাকিদের খঁজে পাওয়া যায়।
আরও পড়ুন-হাড়ের সমস্যায় স্থগিত উচ্চতা, প্রতিকূলতা কাটিয়ে ঈশিতার দুর্দান্ত ফল আইএসসিতে
জানা গিয়েছে, সেখানে থাকা ১৭ জন ইন্দোনেশিয়ার, ও পাঁচজন ফিলিপিন্সের। এই জাহাজ উদ্ধারের ঘটনায় সাহায্য চেয়েছে চিন। এদিকে ভারত উদ্ধার কাজে নামিয়েছে সেনা। এই তল্লাশি অভিযানে ভারতীয় নৌসেনার P8I এয়ারক্রাফ্ট মোতায়েন করা হয়েছে ।
আরও পড়ুন-৬৮ কিমি ঝড় কলকাতায়, স্বস্তি রাজ্যজুড়ে
P8I এয়ারক্রাফ্ট তল্লাশিতে নামতেই একাধিক সমাগ্রী পাওয়া গিয়েছে যা ডুবন্ত জাহাজের মনে করা হচ্ছে। চিনের জাহাজ লুপেং ইউয়ান ইউ ০২৮ বিপদগ্রস্ত হয়েছে এবং এখনও পর্যন্ত ২ টি দেহ উদ্ধার হয়েছে। যে দুটি দেহ উদ্ধার হয়েছে, তারা দেশের নাগরিকদের তা জানা যায়নি।