ভারত মহাসাগরে দুর্ঘটনায় চিনের জাহাজ! মোতায়েন হল এয়ারক্রাফ্ট

জানা গিয়েছে, সেখানে থাকা ১৭ জন ইন্দোনেশিয়ার, ও পাঁচজন ফিলিপিন্সের। এই জাহাজ উদ্ধারের ঘটনায় সাহায্য চেয়েছে চিন।

Must read

ভারত মহাসাগরে (Indian Ocean) বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছে চিনের (China) জাহাজ। ৩৯ জন ক্রিউ সদস্য ছিলেন সেখানে। জাহাজটি উল্টে গিয়েছে। তার জেরেই ডুবেছে জাহাজ। নিখোঁজদের খোঁজ করার শুরুতেই ২ টি দেহ উদ্ধার হয়েছে। তারপর ভারতীয় সেনা যুদ্ধবিমান মোতায়েন করেছে যাতে বাকিদের খঁজে পাওয়া যায়।

আরও পড়ুন-হাড়ের সমস্যায় স্থগিত উচ্চতা, প্রতিকূলতা কাটিয়ে ঈশিতার দুর্দান্ত ফল আইএসসিতে

জানা গিয়েছে, সেখানে থাকা ১৭ জন ইন্দোনেশিয়ার, ও পাঁচজন ফিলিপিন্সের। এই জাহাজ উদ্ধারের ঘটনায় সাহায্য চেয়েছে চিন। এদিকে ভারত উদ্ধার কাজে নামিয়েছে সেনা। এই তল্লাশি অভিযানে ভারতীয় নৌসেনার P8I এয়ারক্রাফ্ট মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন-৬৮ কিমি ঝড় কলকাতায়, স্বস্তি রাজ্যজুড়ে

P8I এয়ারক্রাফ্ট তল্লাশিতে নামতেই একাধিক সমাগ্রী পাওয়া গিয়েছে যা ডুবন্ত জাহাজের মনে করা হচ্ছে। চিনের জাহাজ লুপেং ইউয়ান ইউ ০২৮ বিপদগ্রস্ত হয়েছে এবং এখনও পর্যন্ত ২ টি দেহ উদ্ধার হয়েছে। যে দুটি দেহ উদ্ধার হয়েছে, তারা দেশের নাগরিকদের তা জানা যায়নি।

Latest article