চিন্নাস্বামীতে আজ ভেসে থাকার লড়াই

একটা দলের ১০ ম্যাচে ৬ পয়েন্ট। অন্য দলের ১০ ম্যাচে ৮ পয়েন্ট। আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচের আগে এটাই ছবি চিন্নাস্বামী স্টেডিয়ামে।

Must read

বেঙ্গালুরু, ৩ মে : একটা দলের ১০ ম্যাচে ৬ পয়েন্ট। অন্য দলের ১০ ম্যাচে ৮ পয়েন্ট। আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচের আগে এটাই ছবি চিন্নাস্বামী স্টেডিয়ামে।
পরিস্থিতি বলছে এই দুই দলের পক্ষে শেষ চারে শামিল হওয়া কঠিন। বিশেষ করে আরসিবির পক্ষে। তাদের নেট রান রেট -০.৪ ১৫। গুজরাটের -১.১১৩। শুভমনরা গতবারের চ্যাম্পিয়ন। আইপিএল টেবলের দিকে তাকালে সেটা বোঝা যাচ্ছে না। দলে ধারাবাহিকতার অভাব।

আরও পড়ুন-মেরুকরণের তাস বাংলার মাটিতে খেলবেন না, প্লিজ

সবমিলিয়ে আট আর দশে থাকা দলের লড়াই শনিবার। চিন্নাস্বামীতে তবু বিরাট আবেগের ম্যাচ। আরসিবি যত খারাপ খেলুক না কেন, বিরাট ভাল করছেন। ১০ ম্যাচে পাঁচশো রান করে ফেলেছেন তিনি। গড় ৭১.৪২। স্ট্রাইক রেট ১৪৭-এর বেশি। চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ১২৩ নট আউট। আগের ম্যাচে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বিশ্বকাপ দল নির্বাচনী সভায় এটা নিয়ে কথা তোলেননি নির্বাচকরা। বিরাটের সমস্যা হচ্ছে দলের বাকি ব্যাটিং দাঁড়াচ্ছে না বলে তিনি ঝুঁকি নিতে পারছেন না। তাঁদের বোলিং মার খাচ্ছে। সিরাজ একেবারে ছন্দে নেই। গুজরাটের জন্য সবথেকে বড় চিন্তা শুভমনের অফ ফর্ম। ব্যাটিং ও নেতৃত্ব তিনি মেলাতে পারছেন না। মহম্মদ শামির মতো অভিজ্ঞ বোলারের না থাকাও গ্যারি কার্স্টেন, আশিস নেহরাকে চিন্তায় রেখেছে। মোহিত শর্মা ভাল বল করলেও মাঝে মাঝে অনেক রান দিয়ে ফেলছেন। শনিবারের ম্যাচ দুটো দলের কাছেই ভেসে থাকার লড়াই।

Latest article