চিত্তরঞ্জনের নাম বদলে শ্যামাপ্রসাদ!

দেশের প্রথম রেল ইঞ্জিন তৈরির ঐতিহ্যবাহী কারখানাটিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি তুলল বিজেপি

Must read

অসীম চট্টোপাধ্যায় আসানসোল: আবারও নাম বদলের ঘৃণ্য খেলা শুরু হল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার দেশের প্রথম রেল ইঞ্জিন তৈরির ঐতিহ্যবাহী কারখানাটিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি তুলল বিজেপি। গত সাত দশক ধরে যে কারখানাটিকে দেশে-বিদেশে ‘চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লু)’ নামে একডাকে চেনা যেত, ভারত তথা পশ্চিমবঙ্গের সেই ইতিহাস প্রসিদ্ধ কারখানাটির নামই কালির এক আঁচড়ে বদলে ফেলার চক্রান্ত করল বিজেপি।

আরও পড়ুন-নবান্নে কর্মীদের মুখের ছবি দিয়ে হাজিরা

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সম্প্রতি সিএলডব্লুর জেনারেল ম্যানেজার সতীশকুমার কাশ্যপের সঙ্গে দেখা করে কারখানার নামবদল করে সংঘ নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি জানিয়ে এসেছেন। বিজেপির এই নামবদলের রাজনীতির তীব্র বিরোধিতা করে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। অগ্নিমিত্রার দাবি, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটি গড়ে তোলার ক্ষেত্রে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য অবদান ছিল। কিন্তু তা সত্ত্বেও চিত্তরঞ্জন শহরের কোথাও তাঁর স্মৃতিতে কোনও সৌধ গড়ে তোলা হয়নি। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই রেল ইঞ্জিন কারখানাটির পাশাপাশি তৎকালীন বিহারের (অধুনা ঝাড়খণ্ড) মিহিজাম রেল স্টেশনটির নাম দেশবন্ধু চিত্তরঞ্জনের নামে করার প্রস্তাব দেন।

Latest article