বিস্ফোরণের অভিঘাতে মাটি থেকে ছিটকে পড়ল জওয়ানদের গাড়ি

বুধবারের ওই বিস্ফোরণের এক ভিডিওতে দেখা গিয়েছে, এক পুলিশকর্মী চিৎকার করে বলছেন উড়ে গিয়েছে পুরো গাড়িই উড়ে গিয়েছে।

Must read

প্রতিবেদন : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ভয়াবহ মাওবাদী হামলায় বুধবার প্রাণ হারিয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১০ জওয়ান। জানা গিয়েছে, ওই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল ৫০ কেজি আইইডি। কীভাবে ওই হামলার মুখ থেকে তিনি বেঁচে ফিরেছেন বৃহস্পতিবার এক জওয়ান নিজের মুখে সেই কথা জানিয়েছেন। এদিন কথা বলতে গিয়েও ওই জওয়ান ছিলেন যথেষ্টই আতঙ্কিত। চোখে-মুখে ছিল চাপা উত্তেজনা।

আরও পড়ুন-চিত্তরঞ্জনের নাম বদলে শ্যামাপ্রসাদ!

ওই জওয়ান জানিয়েছেন, তাঁদের কনভয়ে মোট ৭টি গাড়ি ছিল। যে গাড়িতে হামলা হয় ঠিক তার পিছনের গাড়িতেই তিনি ছিলেন। সাধারণত কনভয়ের প্রতিটি গাড়ি একটি দূরত্ব বজায় রেখে চলে। তাই বিস্ফোরণের শিকার তৃতীয় গাড়ি থেকে ১০০ থেকে ১৫০ মিটার পিছনে ছিল তাঁদের গাড়িটি। ওই জওয়ান বলেছেন, হঠাৎ এই প্রবল বিস্ফোরণের শব্দ, তারপরেই গাড়িটি খেলনার মতো শূন্যে উঠে গেলে। মুহূর্তের মধ্যে গাড়িতে থাকা ডিআরজির জওয়ানরা ছিটকে পড়লেন রাস্তার দু’ধারে। গাড়িটি কার্যত দলা পাকিয়ে গেল। সঙ্গে সঙ্গেই তাঁরা পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুতি নেন। মাওবাদীদের জবাব দিতে তাঁরা গাড়ির নিচে আশ্রয় নিয়েছিলেন।

আরও পড়ুন-নবান্নে কর্মীদের মুখের ছবি দিয়ে হাজিরা

বুধবারের ওই বিস্ফোরণের এক ভিডিওতে দেখা গিয়েছে, এক পুলিশকর্মী চিৎকার করে বলছেন উড়ে গিয়েছে পুরো গাড়িই উড়ে গিয়েছে। ওই বিস্ফোরণের পর জওয়ানরা জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের লক্ষ্য করে গুলি চালান। পাল্টা গুলি চালায় মাওবাদীরাও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর তা বন্ধ হয়। মাওবাদীরা গুলির লড়াই থামিয়ে জঙ্গলে পালিয়ে গেলেই তাঁরা সহকর্মীদের বাঁচানোর জন্য ছুটে যান। কিন্তু ততক্ষণে ওই গাড়িতে থাকা ১০ জওয়ান ও গাড়ি চালকের মৃত্যু হয়েছে।

Latest article