রামমোহন রায় পুরস্কার ছৌগুরু হেমচন্দ্রকে

এ বছর এই মহান বাঙালি সমাজ সংস্কারকের ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আসরে শ্রদ্ধা নিবেদনের একাধিক অনুষ্ঠান চলবে সারা বছর ধরেই

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : আজই রাজা রামমোহন রায়ের দ্বিসার্ধশত জন্মবার্ষিকী। এ বছর এই মহান বাঙালি সমাজ সংস্কারকের ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আসরে শ্রদ্ধা নিবেদনের একাধিক অনুষ্ঠান চলবে সারা বছর ধরেই। শনিবার শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের একপ্রকার সূচনা হল সায়েন্স সিটিতে। সেই অনুষ্ঠানে এই চিরস্মরণীয় মহান বাঙালির নামে ‘রাজা রামমোহন রায় আচার্য পুরস্কার’ পেলেন পুরুলিয়ার বোরো থানা এলাকার বর্ষীয়ান ছৌগুরু হেমচন্দ্র মাহাতো।

আরও পড়ুন-নব জাগরণের প্রথম আলো নিভিয়ে উল্টো পানে চলো

শনিবার সায়েন্স সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তাঁর হাতে তুলে দেন সাংসদ সৌগত রায়। সেই সঙ্গে একই মঞ্চে রামমোহন মিশন পুরস্কার পান রাজ্যের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কুণাল সরকার। রামমোহন আচার্য পুরস্কার পেয়েছেন দুজন। এঁদের একজন নৃত্যগুরু হেমচন্দ্র মাহাতো। অপরজন শিক্ষাবিদ অনিতা আরাথুন। ভিড়ে ঠাসা সায়েন্স সিটি প্রেক্ষাগৃহের অনুষ্ঠানে হেমচন্দ্র মাহাতোর বিষয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য পেশ করেন পুরুলিয়ার লোকসংস্কৃতি গবেষক দেবাশিস নাগ। তিনি বলেন, ধ্রুপদী ছৌনাচের তালিম দিয়ে অসংখ্য শিল্পীকে গড়েছেন এই ছৌগুরু। ছৌনাচের প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। এই লোকশিল্পকে রাজ্যের প্রান্তিক মানুষ থেকে সংস্কৃতিপ্রেমী বাংলার মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন তিনি।

Latest article