বিরাটের সঙ্গে ব্যাটিং ও নাচ উপভোগ করি, আরসিবির অনুষ্ঠান মাতিয়ে গেইল

Must read

বেঙ্গালুরু, ২৬ মার্চ : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সিতে সব থেকে বেশিদিন খেলেছেন টি-২০ ক্রিকেটের ইউনিভার্সাল বস ক্রিস গেইল (Chris gayle)। সাত বছর বিরাট কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা থেকে ক্যারিবিয়ান তারকা জানিয়েছেন, তিনি বিরাটের সঙ্গে ব্যাটিং দারুণ উপভোগ করেন। পাশাপাশি ভারতীয় ব্যাটারের সঙ্গে নাচতেও পছন্দ করেন।

এবি ডেভিলিয়ার্সের সঙ্গে আরসিবি-র হল অফ ফেমে জায়গা পেয়েছেন গেইল (Chris gayle)। কিন্তু আইপিএলে তাঁর প্রাক্তন অধিনায়ককে নিয়ে অনর্গল ক্যারিবিয়ান কিংবদন্তি। গেইল বলেছেন, ‘‘বিরাটের সঙ্গে আমি ব্যাটিং দারুণ উপভোগ করি। আরসিবি-তে দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে আমাদের। মাঠের বাইরেও মজার মুহূর্ত রয়েছে। নাচ, গান সব কিছু।’’ যোগ করেন, ‘‘বিরাটের শরীরের মুভমেন্টও অসাধারণ। নাচটা আমরা ভালই করি। তবে আমিই সেরা। যদি ভারতীয় নাচ হয়, সেখানে ক্রিস গেইল জিতবে। আবার ক্যারিবিয়ান নাচ হলেও জিতবে ক্রিস গেইল। বিরাটের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ। খেলার প্রতি ওর আবেগ এবং ওয়ার্ক এথিক্স দেখে আমার ভাল লাগে। ওর পারফরম্যান্সে সেটাই প্রতিফলিত হয়।’’

আরও পড়ুন: দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিন্দুকদের সমালোচনা উড়িয়ে ক্যারিবিয়ান তারকা জানিয়েছেন, তিনি উইকেটের মধ্যেও দৌড়েও দ্রুততম ছিলেন। গেইলের কথায়, ‘‘কখনও লোকে হয়তো বলেছে, দ্রুত রান নেওয়ার ক্ষেত্রে গেইল মন্থর। উইকেটের মধ্যে দৌড়তে পারে না। যখন বিরাটের সঙ্গে ব্যাট করেছি, আমরা সেঞ্চুরি পার্টনারশিপ করেছি নয় বা দশটা। রেকর্ডে দেখা যাবে, কতবার আমরা দুই বা তিন রান দৌড়ে নিয়েছি। উইকেটের মধ্যে দৌড়ে আমিই দ্রুততম ছিলাম।’’

Latest article