আমি হলে শুভমনকেই চাইতাম

Must read

নয়াদিল্লি, ২৬ মার্চ : শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ শিখর ধাওয়ান (Shubman gill- Shikhar Dhawan)। শুভমনের উত্থান শিখরকে ভারতীয় দলের কক্ষপথ থেকে ছিটকে দিয়েছে। তবু পাঞ্জাব তনয়ের পাশেই তিনি। জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা রাখলেও বর্তমান ফর্মের বিচারে তাঁর আগে শুভমনেরই ওয়ান ডে দলে সুযোগ পাওয়া উচিত বলে মনে করছেন শিখর।

দুর্দান্ত ফর্মে আছেন শুভমন (Shubman gill- Shikhar Dhawan)। তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন তিনি। ২৩ বছর বয়সি ভারতীয় তরুণ বছরের শেষে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের দলে জায়গা কার্যত নিশ্চিত করে ফেলেছেন। শুভমনের ধারাবাহিকতা দেখে শিখরও জাতীয় দলে ফেরার দৌড়ে নিজেকে পিছিয়ে রাখছেন। এক সাক্ষাৎকারে শিখর বলেছেন, ‘‘আমার মনে হয়, শুভমন যেভাবে খেলছে, দুই ফরম্যাটে যে পারফরম্যান্স ও করেছে তাতে ওরই সুযোগ প্রাপ্য। শুভমন আমার থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলছে এবং পারফর্ম করছে। যদি নির্বাচক হতাম তাহলে শিখর ধাওয়ানের আগে ওকেই সুযোগ দিতাম।’’

আরও পড়ুন: বিরাটের সঙ্গে ব্যাটিং ও নাচ উপভোগ করি, আরসিবির অনুষ্ঠান মাতিয়ে গেইল

তবে ঘরের মাঠে বছর শেষের ওয়ান ডে বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না শিখর। তিনি বলেছেন, ‘‘আমি ভারতীয় দলে প্রত্যাবর্তনের আশা ছাড়ছি না। অনেক কিছুই সম্ভব। যদি আমি একটি বা দু’টি সিরিজের জন্য বাদ পড়তে পারি, তাহলে ফেরার সম্ভাবনাও থাকে। যতদিন আমি মাঠে আছি, নিজের একশো শতাংশ দেব।’’

Latest article