ক্লাস শুরুর আগেই একাদশের পড়ুয়াদের ট্যাব

একই সঙ্গে চলতি বছর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার আর দ্বাদশ শ্রেণিতে নয়, একাদশ শ্রেণির পড়ুয়াদের হাতেও ওই ট্যাব তুলে দেওয়া হবে।

Must read

প্রতিবেদন : এবছর একাদশ শ্রেণির পঠন-পাঠন শুরু হওয়ার আগেই স্মার্টফোন ও ট্যাব কেনার টাকা পেয়ে যাবেন পড়ুয়ারা। উচ্চমাধ্যমিকের প্রস্তুতি শুরুর প্রথম দিন থেকেই যাতে তারা সেগুলি পড়াশুনোর কাজে ব্যবহার করতে পারেন সে কারণেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কোভিডকালে বাড়িতে বসে যাতে অনলাইনে রাজ্যের পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন তার জন্য ‍‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানোর পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডকাল পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই প্রকল্প কিন্তু বন্ধ করে দেয়নি।

আরও পড়ুন-ধর্মীয় বিভাজন কমিশনে দেশ বাঁচাও গণমঞ্চ

মুখ্যমন্ত্রী বরঞ্চ সিদ্ধান্ত নেন, প্রতি বছর রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার পড়ুয়াদের প্রতিবছর এই টাকা দেওয়া হবে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন কেনার জন্য। একই সঙ্গে চলতি বছর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার আর দ্বাদশ শ্রেণিতে নয়, একাদশ শ্রেণির পড়ুয়াদের হাতেও ওই ট্যাব তুলে দেওয়া হবে। এর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে ৯০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। এখন রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির পরেই এই ট্যাব তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে।

আরও পড়ুন-শেষ তাপপ্রবাহের প্রথম স্পেল, আজ কালবৈশাখীর সম্ভাবনা

এই বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের হাতে ট্যাব পৌঁছে দিতে চলতি বছরের জানুয়ারি মাসেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার ৯.৭৭ লক্ষ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, আর দ্বাদশ শ্রেণিতে নয়, একাদশ শ্রেণি থেকেই দেওয়া হবে এই ট্যাব। সেই মতো এবার ‍‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তিও জারি করে রাজ্যে স্কুল শিক্ষা দফতর। আর তাই ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এবার থেকে একাদশ শ্রেণিতেই ১০,০০০ টাকা করে পাবে পড়ুয়ারা। বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। এরপর একাদশ শ্রেণিতে ভর্তির পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে রেজিস্ট্রি করাতে হয়। তা শেষ হলেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যাবে। চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ‍‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের হাত ধরে ট্যাব তুলে দিয়েছিলেন। তার আগে বিগত ৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৭ লক্ষ পড়ুয়ার হাতে ১০ হাজার টাকা করে তুলে দিয়েছিল। জানুয়ারি মাসে ৯.৭৭ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল ৯৭৭ কোটি টাকা। দেশের আর কোনও রাজ্য সরকার বা কেন্দ্রের সরকারও এত টাকা খরচ করে না পড়ুয়াদের হাতে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই প্রতি বছর করে দেখাচ্ছে।

Latest article