সাগরমেলা শেষ হতেই সাফাই শুরু

Must read

সুস্মিতা মণ্ডল, গঙ্গাসাগর :‌ শেষ হল ২০২২ সালের সাগরমেলা (Sagar Mela)। শনিবার থেকে শুরু হয়েছে মাঘী স্নান। মূলত স্থানীয় বাসিন্দারা এদিন পুণ্যস্নান করেন সাগরে। তবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মকর সংক্রান্তির যোগ থাকায় অনেক পুণ্যার্থী এদিনও স্নান সারেন। এদিন সকালে সাগরস্নান করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি উমা ভারতী। স্নান করার পর তিনি রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। পরিকাঠামো ও ব্যবস্থা নিয়ে প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন – ঘুড়িতে করোনা-প্রচার গোপীবল্লভপুর পুলিশের 

সকালের দিকে ভিড়টা থাকলেও বেলা বাড়ার পর ভিড় কমে যায়। দুপুর থেকে চলছে পুণ্যার্থীদের ঘরে ফেরার পালা। এদিন মেলার ডিউটিতে আসা পুলিশ-সহ প্রশাসনের সঙ্গে যুক্তরা স্নান করেন। অনেক স্বেচ্ছাসেবককেও স্নান করতে দেখা যায়। দুপুর একটা নাগাদ সাগর স্নানঘাটের তিন নম্বর রাস্তায় সাগরতট পরিচ্ছন্ন করার কর্মসূচির সূচনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বঙ্কিম হাজরা, জেলাশাসক পি উলগানাথন ও সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। আগামী ১৫ দিন ধরে প্রায় সাত হাজার স্বেচ্ছাসেবক সগরতট পরিচ্ছন্ন করবেন। পরে এই বর্জ্যগুলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। এদিন কপিলমুনির মন্দিরে সন্ধ্যারতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয় মন্দিরের মহন্তর হাতে। মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা ও জেলাশাসক পি উলগানাথন এই অর্থ তুলে দেন। এদিনও মেলায় আসা উত্তরপ্রদেশের সুভাষ আর্যারিয়া হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে হেলিকপ্টারে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।

Latest article