তৃণমূলে নবজোয়ার: অভিষেক ও দলের কর্মীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। সোমবার টানা দু’মাসের জন্য ঘোষিত কর্মসূচি নিয়ে কলকাতা ছাড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রামস্তরের নির্বাচনে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন। যা নিয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। একইসঙ্গে উছ্বসিত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলে নবজোয়ার (Trinamoole Nabo Jowar) কর্মসূচি নিয়ে ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কর্মীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তৃণমূলে নবজোয়ার কর্মসূচি প্রথম এই ধরনের রাজনৈতিক প্রচারাভিযান। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সমস্ত কর্মীদের এই ধরনের জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই কর্মসূচি গোটা রাজ্যজুড়ে চলবে৷” তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি। যার জন্য আমরা প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের কাছ থেকে আশীর্বাদ কামনা করছি।“

তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর ট্যুইটের পালটা ধন্যবাদ জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “ধন্যবাদ দিদি! আমরা আমাদের দৃঢ় সংকল্পে দৃঢ় সংকল্পবদ্ধ যে আপনার কল্যাণমূলক উদ্যোগগুলি জাতি, গোষ্ঠী, ধর্ম, বা রাজনৈতিক সমিতি নির্বিশেষে সমস্ত পরিবারের কাছে পৌঁছেছে। পশ্চিমবঙ্গ অন্যদের অনুকরণ করার জন্য আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে কাজ করে চলেছে এবং এই কাজ চালিয়ে যাবে।“

আজ মদনমোহন মন্দিরে পুজো দিয়ে দিনহাটার বামনহাটের উদ্দেশ্যে রওনা হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাত কাটাবেন ওই গ্রামেই। গ্রামের মাঠে অস্থায়ী মঞ্চ ও তাঁবু টাঙানো হয়েছে৷ ২৫ এপ্রিল থেকে কোচবিহারে শুরু হবে তাঁর ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabo Jowar) কর্মসূচির একাধিক অধ্যায়। কোচবিহারে ৯ বিধানসভা কেন্দ্র রয়েছে। ২৫ এপ্রিল মাথাভাঙা, শীতলকুচি, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র; ২৬ এপ্রিল কোচবিহার উত্তর, দক্ষিণ বিধানসভা ও নাটাবাড়ি, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রতে একাধিক কর্মসূচি আছে অভিষেকের৷ কোচবিহারের কর্মসূচি শেষে তিনি তুফানগঞ্জ থেকে যাবেন আলিপুরদুয়ার জেলায়৷ টানা কর্মসূচি নিয়ে বাংলার এই প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আজ মদনমোহন মন্দিরে পুজো অভিষেকের

Latest article