কলকাতায় নামল স্বস্তির বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া

Must read

পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুরেই বৃষ্টি নামল কলকাতায় (Kolkata- rainfall)। বইছে ঝোড়ো হাওয়া। বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতেও। এছাড়াও দিঘা এবং সংলগ্ন এলাকায় হাল্কা বৃষ্টি হয়েছে। আগের কয়েকদিও বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। তবে ঝমঝমিয়ে নামেনি বৃষ্টি। আজ খানিকটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই  তেমনভাবে রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যায়নি কলকাতায়। দুপুর ১২টার পর শহরের আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। আর তার পরই মহানগরের বিভিন্ন এলাকায় নামে বৃষ্টি।

আরও পড়ুন- মাহেশের মন্দিরে জগন্নাথের চন্দনযাত্রায় সূচনা রথযাত্রা পর্বের

আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ (Kolkata- rainfall) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৩ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। হাওয়া সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

 

 

Latest article