প্রতিবেদন : ভাল কাজ করলে পদোন্নতি, কাজ ঠিকঠাক না হলে, গাফিলতি থাকলে জরিমানা। রাজ্য সরকারি কর্মীদের প্রতি স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য ও জেলা আধিকারিকদের সঙ্গে বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, পরিষেবা আটকে রাখার অভিযোগ উঠলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার একান্ত আলাপচারিতায় মুখ্যমন্ত্রী আবার মনে করিয়ে দিলেন, জনগণের পরিষেবার প্রশ্নে কোনও আপস নয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) শীর্ষ আমলাদের বলেছেন, নিয়ম রয়েছে কোনও সরকারি কর্মীর জন্য সাধারণ মানুষের পরিষেবা পেতে একদিন দেরি হলে তাঁর বেতন থেকে ২৫০ টাকা কেটে নেওয়া যাবে। অন্যান্য রাজ্যেও এই নিয়ম রয়েছে। কিন্তু এখানে এখনও পর্যন্ত রাজ্য তা কার্যকর করেনি। এবার কঠোর ভাবে তা কার্যকর করা হোক। দুর্নীতিতে জড়ালেও রেহাই পাবেন না সরকারি আধিকারিকরা। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা কাজ করবেন, তাঁদের প্রশংসাও করা হবে। প্রয়োজনে তাঁদের দ্রুত পদোন্নতিরও ব্যবস্থা করা হবে। মানুষকে পরিষেবা দেওয়াই যে রাজ্য সরকারের অগ্রাধিকার তা বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের কাজ চালু রাখতে দরকারে শনি-রবিবারও কাজ করতে হবে। আগে কাজ, পরে ছুটি। জেলাশাসক, পুলিশ সুপার, বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠকে কড়া মনোভাব দেখান মুখ্যমন্ত্রী। বুধবারের ভার্চুয়াল বৈঠকে কার্যত অফিসারদের হুঁশিয়ারি দিলেও, যাঁরা মনযোগ দিয়ে কাজ করবেন তাঁদের প্রতি যে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেকথাও জানান মুখ্যমন্ত্রী।