ক্যান্সারে আক্রান্ত ‘মহীনের ঘোড়াগুলি’-র শিল্পী, চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী

Must read

শিল্পীদের পাশে এর আগেও বহুবার দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার তাঁর মানবিক রূপ দেখলেন রাজবাসী। মহীনের ঘোড়াগুলি। বাংলা গানের অন্যতম নামকরা ব্যান্ড। ইতিহাস ছুঁয়ে আজকের সময়ে। এই ব্যান্ডের অন্যতম শিল্পী তাপস দাস (Tapas Das)। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। সেইসঙ্গে আর্থিক সঙ্কট। বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে আসার সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন চিকিৎসার সবরকমের ব্যবস্থা করতে এবং চিকিৎসায় কোথাও যেন কোনও ঘাটতি না হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে অরূপ অসুস্থ শিল্পীকে (Tapas Das) এসএসকেএম-এ ভর্তি করেছেন। রাখা হয়েছে আলাদা কেবিনে। চিকিৎসার অগ্রগতির সমস্তটাই অরূপ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন। শিল্পীমহলে খবর পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সকলেই শিল্পীর দ্রুত আরগ্য কামনা করেছেন। শিল্পীর পরিবারের তরফেও কৃতজ্ঞতা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: ১৮ লক্ষ বেড়ে রাজ্যের ভোটার সাড়ে ৭ কোটি

Latest article