২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালন করবে তৃণমূল, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

বুধবার, বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন অন্য কথা। বাম জমানা থেকে শুরু করে শীতলকুচি থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আক্রমণে প্রাণ হারিয়েছেন অনেক দলীয় কর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালন করবে তৃণমূল। ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। বেলা ১২টা থেকে হবে জমায়েত। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ১৯ জন মারা গিয়েছেন। তার মধ্যে তৃণমূল (TMC) কর্মীই সবচেয়ে বেশি। কমপক্ষে ১১ জন দলীয় কর্মীর মৃত্যু হয়েছে বলে জানান তৃণমূল সুপ্রিমো। ভেদাভেদ না করে সবার পরিবারের জন্যেই আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: তোপ দেগে মুখ্যমন্ত্রী বললেন, ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ হল ‘বিজেপির উস্কানি কমিটি’

এরপরেই তিনি (Mamata Banerjee)বলেন, সামনে ২ জুলাই তৃণমূলের বড় অনুষ্ঠান। এমনিতে দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। এত বড় জয়ের পরে ওদিন কোনও সেলিব্রেশন হবে না। এবার সেখানে নির্বাচনে নিহত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধা দিবস পালন করা হবে। বেলা ১২টা থেকে হবে জমায়েত।

Latest article