মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বহু ব্যালট পেপারে স্বাক্ষর করেননি প্রিসাইডিং অফিসাররা

Must read

কো-অর্ডিনেশন কমিটির অনেক সরকারি কর্মচারী ভোটের ডিউটিতে ছিলেন। তাঁরা বহু জায়গায় ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। তাঁদের শাস্তি হবে না কেন? বুধবার নবান্নে (Nabanna) এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জয় পেলেও, বেশ কয়েকটি জায়গায় গণনার সময় তৃণমূলের ব্যালট বাতিল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা বাম পরিচালিত কো-অর্ডিনেশন কমিটি কিছু সরকারি আধিকারিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছেন। অনেকে ব্যালটেই তাঁরা স্বাক্ষর করেননি বা স্ট্যাম্প দেননি। ফলে সেই সব ব্যালট বাতিল হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন, “কো-অর্ডিনেশন কমিটির অনেকে আছে এখানে যাঁরা ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। ফলে আমাদের অনেক ব্যালট পেপার বাতিল হয়েছে অনেক জায়গায়। দোষটা কার? তাঁদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না কেন?”

আরও পড়ুন: ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালন করবে তৃণমূল, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরপরেই তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ কি ভোট দিতে গিয়ে দেখবে কোথায় কোন স্বাক্ষর করা আছে! মানুষ যদি এতো বুঝত তাহলে তো ফারাক থাকত না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, “প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল। এজন্য কোথাও তৃণমূলের ৫০টা কোথাও ১০০টা ভোট বাতিল হয়েছে।” এই ষড়যন্ত্রের শাস্তির দাবি জানান তিনি।

Latest article