ত্রিপুরায় আক্রমণে মদত অমিত শাহের, দানবীয় শাসন চলছে, জল পায়নি আহতরা। সোমবার ঝারগ্রাম সফরের আগে এসএসকেএম-এ সুদীপদের দেখতে গিয়ে এমনটাই বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী
এসএসকেএম হাসপাতালে ত্রিপুরায় বিজেপি সরকার এবং একইসঙ্গে অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ত্রিপুরায় ‘দানবীয় শাসন’ চালাচ্ছে। পুলিশের সামনেই তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ ছাড়া এটা সম্ভব নয় বলে অভিযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “বিপ্লব দেব সরকার রাজ্য ক্ষমতা নেই যে অমিত শাহের নির্দেশ ছাড়া এভাবে তৃণমূল নেতাদের উপর হামলা চালাবে”। তিনি বলেন, ৩৬ ঘণ্টা আহতদের এক গ্লাস জলও খেতে দেওয়া হয়নি। হয়নি কোনও চিকিৎসা।
আরও পড়ুন: বিজ্ঞানের সাফল্য, প্লাস্টিক গিলে খাচ্ছে ফাংগাস!
রবিবার, আগরতলা থেকে বিশেষ বিমানে আক্রান্ত তৃণমূল যুব নেতা-নেত্রীদের নিয়ে কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ রাহা ও জয়া দত্তকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার বেলা এগারোটা কুড়ি নাগাদ, এসএসকেএম-এ তাঁদের দেখতে যান মুখ্যমন্ত্রী।
হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন, “সুদীপ-দেবাংশুদের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর-গুলি ছোঁড়া হয়। যেভাবে পাথর মেরে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাতে, ওদের সবার মাথায় গুঁড়ো হয়ে যেতে পারত”। সুদীপের আঘাত গুরুতর। কিন্তু ৩৬ ঘণ্টা ত্রিপুরায় ওদের কোনও চিকিৎসা হয়নি। যুব নেত্রী জয়া দত্তকে মেরে তাঁর গাল-কান ফাটিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় অত্যাচারের জবাব দেবে মানুষ- বলেন প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।