২০০ পার করবে না বিজেপি: বনগাঁতে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো

Must read

এবার লোকসভা নির্বাচনে আর ফিরছে না বিজেপি। ৪০০ তো দূর, ২০০ পেরোবে না গেরুায়া শিবির তথা এনডিএ জোট। কটা আসন পেতে পারে তারা? কটাই বা পাবে জোট? বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁর অভিযান সংঘের মাঠে সভা করে তৃণমূল সভানেত্রী। আর সেখান থেকেই জানিয়ে দেন, ”মোদি দেশ থেকে যাবে। আপনাদের দিদি ওখানে জোটের সরকার গড়বে। এখনও পর্যন্ত হিসেব বলছে, বিজেপি ২০০-ও পার করবে না। ওরা বড়জোর ১৯০- ১৯৫। আর ‘I.N.D.I.A.’ ৩১৫ পাবে, তাও ২-৩ পার্টি বাদ দিয়ে।”

আরও পড়ুন- চাপড়ায় তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপির পকেটে, আক্রমণ মুখ্যমন্ত্রীর

তৃণমূল সুপ্রিমো (CM Mamata Banerjee) স্পষ্ট করে দেন, “এখনও পর্যন্ত যা হিসেব, তাতে ভোট খুব ভালো হয়েছে। আর সেটা বুঝে বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে এ বার আর দিল্লিতে মোদিবাবু ফিরছেন না।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদিবাবু যায়েগা। দিদি তো এখানে আপনাদের সঙ্গে আছেই। দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে।” মুখ্যমন্ত্রীর কথায়, “আমার কাছে এ ব্যাপারে হিসাব আছে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি ৪০০ তো দূর ২০০-ও পার করতে পারবে না।” তৃণমূল সুপ্রিমো জানান, “আজকের যে ভোট হচ্ছে, তার হিসাব এখনও আমি জানি না। তবে এ পর্যন্ত যা হয়েছে, তাতে বলে দিতে পারি, বিজেপি বড়জোর ১৯৫ আসন পাবে। আর ‘ইন্ডিয়া’ গোটা দেশে পাবে ৩০০-৩১৫টি আসন।”

Latest article