বোরখা সরিয়ে পরিচয়পত্রের ছবি মেলাচ্ছেন! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Must read

কী কাণ্ড হায়দ্রাবাদে! ভোটারদের বোরখা সরিয়ে মুখ দেখছেন বিজেপি প্রার্থী। হায়দরাবাদ আসনে ভোট চলাকালীন তিন মহিলার পরিচয়পত্র নিয়ে তাঁদের মুখ দেখাতে বলছেন মাধবীলতা (Madhavi Latha)। তার পর পরিচয়পত্রে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখছেন মুখগুলিকে। ইতিমধ্যেই তাঁর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন- ভারতীয় জওয়ানদের তাড়িয়ে বিপাকে, বিমান চালানোর যোগ্যতাই নেই মালদ্বীপের সেনার! ভুল স্বীকার মন্ত্রীর

হিজাব নিয়ে বিতর্কের আবহেই অভিযোগের আঙুল উঠল হায়দরাবাদের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়েইসির বিপক্ষে মাধবীলতাকে (Madhavi Latha) টিকিট দিয়েছে বিজেপি। সোমবার চতুর্থ দফা নির্বাচন চলাকালীন মুসলিম ভোটারের হিজাব তুলে দেখেন মাধবীলতা। ভোটার কার্ডের সঙ্গে মুখ মিলিয়ে নেন তিনি। সেই আচরণ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

হায়দরাবাদের পুলিশ কমিশনার শ্রীনিবাস রেড্ডি বলেছেন, “একজন প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের পরিচয় যাচাই অভিযোগ এসেছে। যেটি তার কাজ নয়। এটি পোলিং অফিসারদের কাজ এমনকি পুলিশেরও নয়। মামলা নথিভুক্ত করার পরে, আমরা এখন এটি তদন্ত করছি।”

Latest article